প্রতিরক্ষামন্ত্রক

কলকাতায় নির্মিত সপ্তম 250 মেন ফেরি ক্র্যাফট ‘মঞ্জুলা’ আজ তুলে দেওয়া হল ভারতীয় নৌ-বাহিনীর হাতে

Posted On: 29 DEC 2023 7:32PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর,২০২৩

 

‘আত্মনির্ভর ভারত’-এর আদর্শ ও চিন্তাভাবনা অনুসরণ করে কলকাতার শালিমার ওয়ার্কস লিমিটেডের সঙ্গে ভারতীয় নৌ-বাহিনীর সাতটি (07X250) মেন ফেরি ক্র্যাফট নির্মাণ ও হস্তান্তরের চুক্তিটি সম্পাদিত হয়। চুক্তি অনুসারে, ছ’টি ফেরি ক্র্যাফট ইতিমধ্যেই ভারতীয় নৌ-বাহিনীকে হস্তান্তরিত করা হয়েছে। আজ সপ্তম ফেরি ক্র্যাফটি (মঞ্জুলা) ভারতীয় নৌ-বাহিনীর হাতে দেওয়া হয়। হস্তান্তরকালে উপস্থিত ছিলেন রিয়ার অ্যাডমিরাল দীপক কুমার গোস্বামী, এএসডি (এমবিআই)। ‘মেক ইন ইন্ডিয়া’র চিন্তাভাবনা অনুসরণ করে এই ফেরি ক্র্যাফটগুলি দেশীয় প্রযুক্তিতে নির্মিত হয়েছে। 

সপ্তম ফেরি ক্র্যাফটটি নৌ-বাহিনীর হাতে আসায় বাহিনীর কাজকর্ম সার্বিকভাবে আরও জোরদার ও সুসংহত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
 

PG/SKD/DM



(Release ID: 1991860) Visitor Counter : 45


Read this release in: English , Urdu , Hindi