বিদ্যুৎমন্ত্রক
azadi ka amrit mahotsav

তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে জলের ব্যবহার কমাতে উদ্যোগ নেওয়া হচ্ছে

Posted On: 23 DEC 2023 10:16AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর,২০২৩

 

কেন্দ্রীয় বিদ্যুৎ এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী শ্রী আর কে সিং জানিয়েছেন, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে জলের ব্যবহার সংক্রান্ত বিধি প্রকাশ করেছে (বিজ্ঞপ্তির তারিখ ০৭.১২.২০১৫, পরবর্তীকালে ২৮.০৬.২০১৮ তারিখে সংশোধিত)। এটি মেনে চলার সময়সীমা মন্ত্রকের ০৫.০৯.২০২২ তারিখে বিজ্ঞপ্তির মাধ্যমে সংশোধন করা হয়েছে।

এই বিধি-নিয়ম অনুযায়ী, তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে জলের ব্যবহার কমাতে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তা হল :

(১) এনটিপিসি-র উত্তর করণপুরা এসটিপিপি (৩x৬৬০ মেগাওয়াট) এবং পত্রাতু এসটিপিপি (৩x৮০০ মেগাওয়াট)-তে বায়ু দ্বারা শীতলীকরণ প্রযুক্তি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উত্তর করণপুরার প্রথম ইউনিটটি ১৮.০১.২০২৩ তারিখে চালু হয়েছে। 

(২) স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি)-র ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে নর্দমার পরিশোধিত জলের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ ব্যাপারে ভারত সরকার ২৮.০১.২০১৬ তারিখে নতুন শুল্ক নীতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বর্তমানে আটটি কয়লা, লিগনাইট ও গ্যাস-ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র তাদের কারখানায় নর্দমার পরিশোধিত জল ব্যবহার করছে। 

(৩) ড্রাই ফ্লাই অ্যাশ হ্যান্ডেলিং সিস্টেম এবং হাই কনসেন্ট্রেশন ফ্লারি ডিসপোজাল সিস্টেম (এইচসিএসডি) – ছাই প্রক্রিয়াকরণের এই কৌশলগুলিতে কম জল লাগে, তাই তাপবিদ্যুৎ কেন্দ্রে জলের ব্যবহারও কমে। 

(৪) অ্যাশ ওয়াটার রি-সার্কুলেশন সিস্টেম (এডব্লিউআরএস) প্রয়োগ করা হচ্ছে। এতে ছাই পুকুর থেকে জল নিয়ে তা আবার ব্যবহার করা হয়।

(৫) জিরো ওয়াটার ডিসচার্জ সিস্টেম – এই পদ্ধতিতে কারখানার বর্জ্য জল ছাই প্রক্রিয়াকরণ, বাতাসে কয়লার গুঁড়ো দমন, বাগান প্রভৃতিতে ব্যবহার করা হয়। বাকি জল যথাযথভাবে শোধন করে আবার ব্যবহার করা হয়। এতে কারখানার জলের ব্যবহার কমে।

লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় বিদ্যুৎ এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী শ্রী আর কে সিং এই তথ্য জানিয়েছেন।
 
PG/SD/DM


(Release ID: 1990005) Visitor Counter : 87
Read this release in: English , Urdu , Marathi , Hindi