জলশক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

একাধিক কঠিন তরল বর্জ্য ব্যবস্থাপনা সম্পদ তৈরির মাধ্যমে ৫ লক্ষের বেশি গ্রাম ‘ওডিএফ প্লাস ভিলেজ’-এ পরিণত হয়েছে

Posted On: 21 DEC 2023 3:00PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২১ ডিসেম্বর ২০২৩

 

২০২০-২১ থেকে এসবিএম(জি)-এর দ্বিতীয় পর্যায় রূপায়িত হচ্ছে। নজর দেওয়া হচ্ছে উন্মুক্ত শৌচহীনতার দীর্ঘস্থায়িত্বের ওপর এবং দেশের সব গ্রামে কঠিন এবং তরল বর্জ্য ব্যবস্থাপনা বহাল করা অর্থাৎ ২০২৪-২৫-এর মধ্যে গ্রামগুলিকে ওডিএফ থেকে ওডিএফ প্লাসে রূপান্তরিত করার ওপর। নিম্নলিখিত সাধারণ স্তরে এসএলডব্লুএম কাজের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে এসএমএম(জি) দ্বিতীয় পর্যায়ের অধীনে:
১. সার অথবা বায়ো-গ্যাস প্ল্যান্টের মাধ্যমে বায়ো-ডিগ্রেডেবল বর্জ্যের ব্যবস্থাপনা।
২. নন-বায়ো ডিগ্রেডেবল (প্লাস্টিক) বর্জ্যের জন্য মজুত / পৃথকীকরণ কেন্দ্র নির্মাণ।
৩. ব্লক / জেলা স্তরে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন। 
৪. যেখানে সম্ভব সোক পিট / লিচ পিট / ম্যাজিক পিটের মাধ্যমে ঘোলাজল ব্যবস্থাপনা অথবা যেখানে প্রয়োজন বা সম্ভব বর্জ্য স্থিরীকরণ পুকুর, কৃত্রিম জলাভূমি ইত্যাদির মতো আধুনিক ঘোলাজল ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে।
৫. যেখানে প্রয়োজন এফএসটিপি স্থাপনের মাধ্যমে অথবা নালা কেটে অথবা কাছাকাছি শহর / গ্রামাঞ্চলে চালু সিউয়েজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি) / ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্লান্ট (এফএসটিপি) ব্যবস্থার মাধ্যমে ফেকাল স্লাজ ম্যানেজমেন্ট (এফএসএম)। 

পশ্চিমবঙ্গে ৪০,৬০০ গ্রামের মধ্যে ওপেন ডিফিকেশন ফ্রি (ওডিএফ) প্লাস গ্রামের সংখ্যা ৩৫,২৭৮। 
এসবিএম(জি) দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গে কমিউনিটি কম্পোস্ট পিটের সংখ্যা ১৮,৬০৩, কমিউনিটি বায়ো-গ্যাস প্লান্টের সংখ্যা ২১৯, বর্জ্য সংগ্রহ ও পরিবহণের গাড়ির সংখ্যা ১৩,৭২০, বর্জ্য সংগ্রহ ও পৃথকীকরণ কেন্দ্রের সংখ্যা ১২,৯১৮, কমিউনিটি সোক পিট / লিচ পিট / ম্যাজিক পিট-এর সংখ্যা ১ লক্ষ ২৩ হাজার ২০৮, কমিউনিটি গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার সংখ্যা ১৩,৭০৭, পিডব্লুএমইউএ-র সংখ্যা ৪৯। 

গত ৫ বছরে এসবিএম(জি)-র অধীনে কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গের জন্য ২০১৮-১৯-এ বরাদ্দ ৫৩৪.২৬ কোটি টাকার পুরোটা, ২০১৯-২০-তে ৮০৮.১৮ কোটি টাকার পুরোটা, ২০২০-২১-এ ৬৭৫.৯ কোটি টাকার মধ্যে দেওয়া হয়েছে ২৬১.৩১ কোটি টাকা, ২০২১-২২-এ ৬৪৫.০৮ কোটি টাকা বরাদ্দের মধ্যে দেওয়া হয়েছে ১৩৫.৪৫ কোটি টাকা, ২০২২-২৩-এ ৮৪৮.১৬ কোটি টাকা বরাদ্দের মধ্যে দেওয়া হয়েছে ৪০৬.০১ কোটি টাকা। 

জলশক্তি প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশেখর আজ লোকসভায় লিখিত জবাবে একথা জানিয়েছেন। 


PG/AP/AS


(Release ID: 1989453)