জাহাজচলাচলমন্ত্রক
azadi ka amrit mahotsav

২৬টি সবচেয়ে লাভজনক জাতীয় জলপথের উন্নয়নে সরকারের কর্মপরিকল্পনা

Posted On: 15 DEC 2023 3:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর, ২০২৩

 

ভারত সরকার দেশের ১১১টি (৫টি বর্তমান ও ১০৬টি নতুন) জাতীয় জলপথে যাতায়াত সুনিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে। দেশের ২৪টি রাজ্যে এই জাতীয় জলপথগুলি ছড়িয়ে রয়েছে। এর মধ্যে সবচেয়ে লাভজনক ২৬টি জলপথের জন্য বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২০টি জাতীয় জলপথে জাহাজ যাতায়াতের লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

এই প্রকল্পের মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জলপথ রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হল, হলদিয়া ও এলাহাবাদের মধ্যে ১৬২০ কিলোমিটার দীর্ঘ গঙ্গা-ভাগীরথী-হুগলি জলপথ প্রকল্প। রূপনারায়ণ নদী (প্রতাপপুর-গেঁওখালি ৭২ কিমি) এবং ১৭২ কিলোমিটার দীর্ঘ সুন্দরবন জলপথ প্রকল্পও এর আওতায় রয়েছে।


ওড়িশায় অভ্যন্তরীণ জলপথের উন্নয়নেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া, মাসিক ভিত্তিতে জলপথের ওপর নজরদারি চালানোর ব্যাপারে সমীক্ষা চালাবে ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ। জাতীয় জলপথ-৫ ও জাতীয় জলপথ-৬৪-র উন্নয়নে বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করা হচ্ছে। 

লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ পরিবহণ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল।


PG/MP/DM/


(Release ID: 1987002)
Read this release in: Urdu , English