সংস্কৃতিমন্ত্রক
দেশে নতুন বিজ্ঞান সংগ্রহশালা
Posted On:
14 DEC 2023 3:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর, ২০২৩
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক সংস্কৃতি ও বিজ্ঞান প্রসার কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন প্রান্তে নতুন বিজ্ঞান কেন্দ্র/সংগ্রহশালা গড়ে তুলছে। মন্ত্রকের আওতাধীন ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস্ এই প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে।
এইসব বিজ্ঞান কেন্দ্র স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি, সাধারণ মানুষের জন্যও উন্মুক্ত থাকবে। এছাড়াও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হচ্ছে বিজ্ঞান মেলা, বিজ্ঞান আলোচনাসভা, বিজ্ঞান নাটক, ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী ইত্যাদির।
এছাড়াও, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের সংগ্রহশালাগুলিতেও যেতে পারেন সাধারণ মানুষ। বিশেষ বিশেষ দিনে বিভিন্ন সাংস্কৃতিক সমারোহ, প্রতিযোগিতা ইত্যাদিতে অংশগ্রহণের জন্য স্থানীয় বিদ্যালয়গুলিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ১৫ বছরের কম বয়সী শিক্ষার্থীরা এইসব সংগ্রহশালায় যেতে পারবে নিখরচায়।
বিগত চার বছরে যেসব বিজ্ঞান কেন্দ্র গড়ে উঠেছে, তার মধ্যে রয়েছে – ত্রিপুরার উদয়পুর বিজ্ঞান কেন্দ্র, ওডিশার বারগড় বিজ্ঞান কেন্দ্র এবং বিহারের বুদ্ধগয়ায় উপ-আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্র।
রাজ্যসভায় আজ এই তথ্য জানিয়েছেন সংস্কৃতি, পর্যটন এবং উত্তর-পূর্বাঞ্চল বিষয়ক মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি।
PG/AC/SB
(Release ID: 1986527)
Visitor Counter : 68