কৃষিমন্ত্রক
কৃষি পরিকাঠামো তহবিলের জন্য অর্থ প্রদান
Posted On:
12 DEC 2023 5:21PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ ডিসেম্বর, ২০২৩
কৃষি পরিকাঠামো তহবিলের সূচনা হয় ২০২০ সালে। ফলন পরবর্তী ব্যবস্থাপনার জন্য পরিকাঠামো নির্মাণ এবং গোষ্ঠী কৃষি সম্পদ সৃষ্টিতে বিনিয়োগের জন্য এই তহবিল থেকে মাঝারি ও দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া হয়। এই প্রকল্প অনুসারে ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাগুলি যোগ্য ঋণগ্রহীতাদের ১ লক্ষ কোটি টাকা ঋণ দেবে। সুদের হারে ৩ শতাংশ ভর্তুকি দেওয়া হবে, এছাড়া থাকবে গ্যারান্টির সুবিধাও। এপর্যন্ত ৪৩ হাজার ৩১৮টি প্রকল্পের জন্য এই তহবিল থেকে ৩২ হাজার ৪৭২ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে ২০ হাজার ১০২ কোটি টাকা দেওয়া হয়ে গেছে। মঞ্জুর হওয়া এই প্রকল্পগুলিতে মোট বিনিয়োগের পরিমাণ ৫৫ হাজার ২৪৮ কোটি টাকা।
২০২২-২৩ সালে বাজেট অনুমান ৫০০ কোটি এবং সংশোধিত অনুমানের হিসেবে ১৫০ কোটি টাকা সুদে ভর্তুকি এবং সিজিটিএমএসই ফি-এর জন্য বরাদ্দ করা হয়।
দেশজুড়ে কোভিডের করাল ছায়া থাকায় গোড়ার দিকে এই প্রকল্প ততটা সাফল্য পায়নি। সংক্রমণের ভয়াবহতা এমন ছিল যে, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কাছে এই প্রকল্পের খবর পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। এজন্য মঞ্জুর হওয়া ঋণের ক্ষেত্রে অর্থ প্রদানের গতিও শ্লথ হয়ে পড়ে। তবে, ২০২২-২৩ আর্থিক বছরে পূর্ববর্তী বছরের তুলনায় অর্থ প্রদানের ক্ষেত্রে ২৫১ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা যায়। চলতি আর্থিক বছরেও এর কাজ ভালোভাবেই চলছে। এপর্যন্ত ৯ হাজার ৮৫৪ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। ১.১২.২০২৩ পর্যন্ত প্রদান করা হয়েছে ৭ হাজার ২৭২ কোটি টাকা। সব মিলিয়ে এই তহবিলের আওতায় ৪৩ হাজার ৩১৮টি প্রকল্পের জন্য ৩২ হাজার ৪৭২ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে, এর মধ্যে ২০ হাজার ১০২ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় প্রকল্প নজরদারি কেন্দ্র (সিপিএমইউ), রাজ্য প্রকল্প নজরদারি কেন্দ্র (এসপিএমইউ), ব্যাঙ্কের সমন্বয়কারী আধিকারিক এবং রাজ্য সরকারগুলির সঙ্গে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর নিয়মিতভাবে এই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে। এই নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কার্স কনক্লেভের আয়োজন করা হয়। আরও বেশি করে ঋণ যাতে দেওয়া যায় সেজন্য ব্যাঙ্কগুলির সঙ্গে মুখোমুখি বৈঠকেরও আয়োজন করা হয়। এছাড়া দেশজুড়ে এক ব্রাঞ্চ এক লোন (এনওবিওএল), ব্যাঙ্কার্স এনাবলিং সাসটেনেবল ট্রান্সফরমেশন (বিইএসটি), ব্যাঙ্কস হেরালডিং অ্যাকসিলারেশ অফ রুরাল অ্যান্ড এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন (বিএইচএআরএটি) প্রভৃতি প্রচারাভিযানেরও আয়োজন করা হয়েছে। এপর্যন্ত ৫টি প্রচারাভিযান চালানো হয়েছে, যার মাধ্যমে ১৬ হাজার ৯৩৭ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এক্ষেত্রে গত বছরের শ্রেষ্ঠ ব্যাঙ্ক ও শ্রেষ্ঠ রাজ্যকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী পুরস্কার দিয়েছেন। দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন কর্মশালা ও প্রদর্শনীর আয়োজনও করা হয়েছে। এগুলির মাধ্যমে এই প্রকল্প সম্পর্কে সচেতনতা আরও ছড়িয়ে পড়েছে এবং ঋণের জন্য ব্যাঙ্কে জমা পড়া আবেদনের সংখ্যাও বেড়েছে। দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে এই প্রকল্পের সম্পর্কে জানানো হয়েছে।
লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা এই তথ্য জানিয়েছেন।
PG/SD/SKD
(Release ID: 1985764)
Visitor Counter : 134