সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

শিল্পীদের জন্য অনুদান

प्रविष्टि तिथि: 04 DEC 2023 3:29PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৪ ডিসেম্বর ২০২৩

 

সংস্কতি মন্ত্রক সমগ্র দেশের গুরু-শিষ্য পরম্পরার জন্য অর্থ সহায়তা নামে একটি আর্থিক অনুদান প্রকল্প চালু করেছে। এর আওতায় নাটক, সঙ্গীত, শিশু নাটক, নৃত্য ইত্যাদি বিভাগে বিভিন্ন গোষ্ঠীকে আর্থিক অনুদান দেওয়া হবে। এছাড়া সঙ্গীত, নৃত্য, নাটক, লোকশিল্প ইত্যাদি বিভাগে ব্যক্তিগত স্তরেও শিল্পীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। গুরু-শিষ্য পরম্পরা বজার রাখতে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্প অনুযায়ী প্রত্যেক গুরু বা শিক্ষককে প্রতি মাসে ১৫ হাজার টাকা এবং শিল্পীর বয়স অনুসারে প্রত্যেক শিষ্যকে প্রতি মাসে ২ থেকে ১০ হাজার টাকার দেওয়া হবে। 

এই অনুদান পাওয়ার জন্য নিম্নলিখিত বিষয়গুলি জরুরি –
১. যে গোষ্ঠী এই আর্থিক সহায়তার জন্য আবেদন করবেন, তাঁদের কাজের গুণগত মান এবং সমগ্র দেশে নিজেদের কলাকুশল প্রদর্শনের বিষয়টি নিশ্চিত হতে হবে। 
২. প্রতি অর্থ বছরে অন্তত দুটি অনুষ্ঠান করতে হবে এবং এর মধ্যে একটি হতে হবে নতুন প্রযোজনা।
৩. যে সংস্থাকে আর্থিক সহায়তা দেওয়া হবে তাঁদের যেকোন বিদ্যালয়ে অন্তত দুটি সাংস্কৃতিক কর্মসূচি পালন করতে হবে। সেই স্কুলের অধ্যক্ষের শংসাপত্র আবেদনপত্রের সঙ্গে দেওয়া জরুরী। 
৪. গুরু-শিষ্য পরম্পরা এর আওতায় আর্থিক সহায়তার জন্য বিশেষজ্ঞ কমিটি সমগ্র বিষয়টি বিবেচনা করবে। 
৫. প্রতি চার বছর অন্তর এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা প্রদানের আগে সমগ্র অনুষ্ঠান খতিয়ে দেখা হবে। 

২০২২ সালে গুরু – শিষ্য পরম্পরার আওতায় অর্থ সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে। লোকসভার এক প্রশ্নের লিখিত জবাবে আজ একথা জানান সংস্কৃতি, পর্যটন ও উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন বিষয়ক মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি। ২০২২-২৩ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে এই প্রকল্পের আওতায় ২,৩৬৮ জন গুরু এবং ৩৩৩টি সংস্থাকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে মোট ২০৬০.৮০ লক্ষ টাকা। অন্যদিকে ত্রিপুরায় ২০২২-২৩ সালে ৭ জন গুরু এবং একটি সংস্থাকে এই অর্থ সহায়তা দেওয়া হয়েছে। 

PG/PM/AS


(रिलीज़ आईडी: 1982731) आगंतुक पटल : 119
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Manipuri , English , Urdu