তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

আসামে ‘বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা’ জনসাধারণের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনার সঞ্চার ঘটিয়েছে

प्रविष्टि तिथि: 27 NOV 2023 7:03PM by PIB Kolkata

গুয়াহাটি, ২৭ নভেম্বর, ২০২৩

 

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্প সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে এবং তাঁদের ক্ষমতায়নের জন্য দেশজুড়ে ‘বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা’র আয়োজন করা হয়েছে। আসামে বিভিন্ন স্থানে এই যাত্রা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে। এই কর্মসূচির আওতায় বিভিন্ন জনকল্যাণ প্রকল্প সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই বাকসা, কোকরাঝাড়, কার্বি আংলং, ডিব্রুগড়, মরিগাঁও, নলবাড়ি, বরপেটা, দরং, বাজালি, উদালগিরি এবং শোনিতপুর জেলার বিভিন্ন গ্রামে ‘বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা’র আয়োজন করা হয়।

২৮ নভেম্বর থেকে রাজ্যের ১৪৬টি পুরসভায় এই যাত্রা সংগঠিত হবে। প্রথম দিন কামরূপ মেট্রো, ধুবড়ি এবং কোকরাঝাড় জেলায় এই কর্মসূচি পালিত হবে। কামরূপ শহরে পানবাজার এবং চাঁদমারী থেকে যাত্রার সূচনা হবে। এই কর্মসূচির মাধ্যমে যে সমস্ত প্রকল্পগুলির তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, সেই প্রকল্পগুলির সুবিধাভোগীরা তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি, বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও, এই কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলে স্বাস্থ্য শিবির, যক্ষ্মা ও রক্তাল্পতা শনাক্তকরণ, আয়ুষ্মান কার্ড তৈরি, পিএম উজ্জ্বলা যোজনায় নাম নথিভুক্তকরণ এবং সর্বশেষ তথ্য সংযোজনের মতো বিভিন্ন পরিষেবা নাগরিকদের দেওয়া হচ্ছে।


PG/CB/DM/…


(रिलीज़ आईडी: 1980603) आगंतुक पटल : 99
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese