তথ্যওসম্প্রচারমন্ত্রক
৫৪তম আইএফএফআই-এ এশিয়ান প্রিমিয়ারে দেখানো হল মরক্কোর ছবি "ফেজ সামার ৫৫"
গোয়া, ২৫ নভেম্বর, ২০২৩
'ফেজ সামার ৫৫' ছবিটিতে একটি শিশুর দৃষ্টিতে মরক্কো স্বাধীনতা সংগ্রামকে তুলে ধরা হয়েছে। গোয়ায় আজ ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই)-এ প্রতিনিধি এবং সংবাদমাধ্যমের সঙ্গে একান্ত কথোপকথনের সময় একথা জানিয়েছেন পরিচালক আব্দেলহাই লরাকি। আইএফএফআই ৫৪-এর এশিয়ান প্রিমিয়ারে প্রদর্শিত এই ছবিটি তৈরি করা হয়েছে আরবী এবং ফরাসী ভাষায়।
'ফেজ সামার ৫৫' হল একটি রাজনৈতিক ছবি, যেখানে ১৯৫৫ সালের মরক্কোর স্বাধীনতার আন্দোলনকে তুলে ধরা হয়েছে। ১১ বছরের বালক কমল মরক্কোর স্বাধীনতার লড়াইয়ের শেষ এক মাসের ঘটনার সাক্ষী। আইছা এবং কারাওআইয়িন বিশ্ববিদ্যালয়ে তার অন্য পড়ুয়াদের সঙ্গে স্বাধীনতা আন্দোলনে সেও অংশগ্রহণ করে। পরিচালক আব্দেলহাই লরাকি স্পর্শকাতর বিভিন্ন বিষয়ের ওপর কাজ করতে পছন্দ করেন, যা সমালোচনক এবং দর্শকদের বরাবরই প্রশংসা কুড়িয়ে এসেছে। তাঁর ছবির মূল উপজীব্য হল, ইতিহাস, ক্ষমতা এবং ধর্মের সঙ্গে মানুষের সম্পর্ক। মরক্কোর স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি 'ফেজ সামার ৫৫' ছবিটিতে এই বিষয়গুলিও উঠে এসেছে।
ছবিটি তৈরির পিছনে তাঁর অনুপ্রেরণা সম্পর্কে বলতে গিয়ে লরাকি বলেন, এটি তাঁর হৃদয়ের অত্যন্ত কাছাকাছি একটি ছবি। তাঁর কথায়, "আমি ফেজের মদিনায় জন্মেছি এবং এর পার্শ্ববর্তী শহরে বেড়ে উঠেছি, যেখানখার মানুষ সিনেমা ভালোবাসেন।" ছবিটিতে তিনি মরক্কোর সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেছেন এবং স্বাধীনতা সংগ্রামীদের সাক্ষাৎকারও নিয়েছেন। এর মধ্যে একজন সাক্ষাৎকারে তাঁকে বলেছেন, একজন শিশু হিসেবে তিনি কীভাবে প্রতিরোধ আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। "তাঁর বক্তব্য থেকেই ছবিটি কীভাবে তৈরি করব, সেই সম্পর্কে একটি ধারণা পেয়ে যাই," বললেন পরিচালক। লরাকি বলেন, একজন নিরীহ শিশু কীভাবে মরক্কো স্বাধীনতা আন্দোলনের আদর্শে উদ্বুদ্ধ হয়েছিল, সে সম্পর্কে তিনি বেশি উৎসাহী ছিলেন।
ছবিটিতে ছাদের বিশেষ ভূমিকা রয়েছে, যেখানে মরক্কোর মহিলা এবং শিশুদের জীবনযাত্রার পার্থক্য তুলে ধরার পাশাপাশি ফরাসী উপনিবেশবাদকেও তুলে ধরা হয়েছে। পরিচালক মনে করেন, ছবিটির বিষয়বস্তু আজও সমান প্রাসঙ্গিক। এ প্রসঙ্গে তিনি নয়া উপনিবেশবাদের কথা উল্লেখ করেন। "গাজায় সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটেছে", বললেন পরিচালক। ১১ বছরের বালকটি আজকের মরক্কোর প্রতীক হয়ে উঠেছে।
PG/MP/AS
(Release ID: 1980077)
Visitor Counter : 83