তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

গ্রামীণ এলাকায় বিকশিত ভারত সঙ্কল্প যাত্রাকে সাদরে গ্রহণ করেছে মেঘালয়

Posted On: 22 NOV 2023 8:24PM by PIB Kolkata

শিলং, ২২ নভেম্বর, ২০২৩

 

মেঘালয়ে জনজাতি অধ্যুষিত অঞ্চলে চলতি ‘বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা’ (ভিবিএসওয়াই) আজ সপ্তম দিনে পড়েছে। এ পর্যন্ত পশ্চিম জয়ন্তিয়া হিলস, পূর্ব গারো হিলস, উত্তর গারো হিলস এবং পূর্ব খাসি হিলস-এর বিভিন্ন গ্রামে প্রচার চালানো হয়েছে। 

পূর্ব গারো হিলস জেলায় এমএসএমই মন্ত্রকের অধিকর্তা এবং ‘বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা’র জন্য জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শ্রী বিনম্র মিশ্র দাম্বো রংজেং ব্লকের দাম্বো বিমায় এক অনুষ্ঠানে যোগ দেন। পূর্ব গারো হিলস জেলা প্রশাসন মেঘালয় সরকারের সংশ্লিষ্ট দপ্তর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে মিলে দেশে রূপায়িত বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মসূচি সম্পর্কে সচেতনতা কর্মসূচি পরিচালনা করে। স্বাস্থ্য শিবির, আধার যাচাই, উজ্জ্বলা এবং ব্যাঙ্কিং পরিষেবা নথিভুক্তিকরণ, সরকারি কল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে উপকৃতগণের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা ও ড্রোন প্রদর্শন ছিল এই অভিযানের প্রধান অঙ্গ। 

পশ্চিম জয়ন্তিয়া হিলস-এর থার্লাসকেইন ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত মুডাপ এবং পারমিনস্নি-এ আজ প্রচার চালানো হয়। অনুষ্ঠানের সূচনায় আধিকারিকরা ভিবিএসওয়াই সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপরে জেলা আধিকারিকরা ‘হামারা সঙ্কল্প বিকশিত ভারত’-এর শপথ গ্রহণ করান। পারমিনস্নি-এর গ্রামবাসীরা পরিবেশ রক্ষা বিষয়ে একটি নাটিকা পরিবেশন করেন। জাতীয় গ্রামীণ জীবন-জীবিকা মিশনের অধীন স্বনির্ভর গোষ্ঠীর গ্রামীণ সদস্যরা অনুষ্ঠানে বিশেষ গান ও লোকনৃত্যও পরিবেশন করেন।

কেন্দ্র ও রাজ্য সরকারি আধিকারিকরা এবং সঙ্কল্প যাত্রার প্রতিনিধিরা গ্রামবাসীদের তাঁদের জন্য নির্দিষ্ট কল্যাণমূলক কর্মসূচি যেমন ‘পিএম জন ধন যোজনা’, ‘পিএম সুরক্ষা বিমা যোজনা’, ‘পিএম জীবন জ্যোতি বিমা যোজনা’, ‘অটল পেনশন যোজনা’, ‘পিএম আবাস যোজনা’, ‘পিএম গরীব কল্যাণ অন্ন যোজনা’, ‘জল জীবন মিশন’, ‘স্বচ্ছ ভারত মিশন’, ‘পিএম বিশ্বকর্মা কর্মসূচি’, ‘পিএম কিষাণ’, ‘সয়েল হেলথ কার্ড এবং বিমা’, ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’, ‘পোষণ অভিযান’ এবং ‘আয়ুষ্মান ভারত’-এর সুযোগ নেওয়ার জন্য উৎসাহিত করেন।

ভারত সরকারের অধীন ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেডের আধিকারিক এবং কর্মীরা ড্রোনের ব্যবহার প্রদর্শন করেন, যা দিয়ে কৃষি জমিতে সার, কীটনাশক এবং বীজ ছড়ানো যাবে। মওনগাপ মখারসিং, মফ্লাং সি অ্যান্ড আর ডি ব্লকেও ড্রোন প্রদর্শনী করা হয়। সেখানে বিশাল সংখ্যায় গ্রামবাসীরা ‘বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা’ অভিযানে উপস্থিত হয়েছিলেন। কৃষিক্ষেত্রে ড্রোনের ব্যবহার দেখে প্রশংসা করেন গ্রামবাসীরা। অনুষ্ঠান শেষ হয় সফল সুবিধাপ্রাপ্তদের সংবর্ধনার মাধ্যমে।

অনুষ্ঠানস্থলেই জনসাধারণের মধ্যে বিতরণ করা হয় ২০২৪-এর ক্যালেন্ডার, প্রচারপত্র, বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক কর্মসূচি সংক্রান্ত পুস্তিকা।

একই ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালানো হয় পূর্ব খাসি হিলস-এ আয়োজিত অনুষ্ঠানেও।


PG/AP/DM


(Release ID: 1979153) Visitor Counter : 96


Read this release in: English , Urdu , Hindi