তথ্যওসম্প্রচারমন্ত্রক
iffi banner
0 4

‘দ্য রেলওয়ে মেন’ অজানা নায়কদের শৌর্যের প্রতি শ্রদ্ধার্ঘ্য : ৫৪তম আইএফএফআই-তে অভিনেতা কে কে মেনন

গোয়া, ২২ নভেম্বর, ২০২৩

 

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘দ্য রেলওয়ে মেন’-এর অন্যতম প্রধান অভিনেতা কে কে মেনন বলেছেন, “এই সিরিজ রেলকর্মীদের, যাঁদের আমরা মনে রাখিনি, তাঁদের শৌর্যের প্রতি শ্রদ্ধার্ঘ্য। এই ছবিতে সেইসব অজানা নায়কদের, বিশেষ করে তাঁদের দেখানো হয়েছে যাঁরা ভোপাল গ্যাস ট্র্যাজেডির বিভীষিকাময় রাতে মানুষকে বাঁচাতে প্রাণ বিসর্জন দিয়েছিলেন।” গোয়ায় আজ ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই)-এর ফাঁকে ‘রেলওয়ে মেন’ নিয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল। চার এপিসোডের এই ওয়েব সিরিজটি ১৯৮৪-র ভোপাল গ্যাস দুর্ঘটনার ওপর নির্মিত।

সাংবাদিকদের উদ্দেশ্য করে পরিচালক শিব রাওয়েল এই ছবি করতে গিয়ে তাঁর পূর্ববর্তী প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানান। দর্শকদের কাছে প্রকৃত বার্তা পৌঁছে দিতে অভিনেতা এবং কর্মীরা কিভাবে নিষ্ঠার সঙ্গে আপ্রাণ চেষ্টা করেছেন সে বিষয়েও বলেন তিনি। শ্রী রাওয়েল বলেছেন, অভিনেতারা যে চরিত্রে অভিনয় করেছেন, দর্শকরা যাতে তার সঙ্গে একাত্ম হতে পারেন সে বিষয়েও নজর রাখা হয়েছে। তিনি বলেন, “প্রযোজক, পরিচালক, লেখক এবং অভিনেতা হিসেবে আমাদের দায়িত্ব ঐ মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুভূতি এবং বেদনার প্রতি সংবেদনশীল হওয়া।” তিনি এও বলেন, ছবির প্রয়োজনে যদিও কিছু নাটকীয়তা সংযোজন করা হয়েছে, তবুও সত্য ঘটনা তুলে ধরতে চেষ্টার কসুর করা হয়নি।

‘দ্য রেলওয়ে মেন’-এর পিছনের ভাবনা সম্পর্কে বলতে গিয়ে লেখক আয়ুষ গুপ্তা বলেন যে, এর লক্ষ্য ছিল রেলওয়ের গল্প বলা এবং মানুষকে উদ্ধার করতে কিভাবে এই প্রতিষ্ঠান দেশব্যাপী ছড়ানো তার নেটওয়ার্ককে ব্যবহার করেছিল, সেটাও তুলে ধরা। 

মুখ্য চরিত্রের অভিনেতাগণ - আর মাধবন, কে কে মেনন, দিব্যেন্দু শর্মা এবং বাবিল খান তাঁদের অনুভবের গভীরতা এবং সত্য কাহিনী পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করার প্রতিশ্রুতি রেখেছেন। বর্তমানে সিরিজটি নেটফ্লিক্সে স্ক্রিনিং হচ্ছে। এটি মুক্তি পায় ২০২৩-এর ১৮ নভেম্বর।

সম্পূর্ণ সাংবাদিক বৈঠকটি দেখতে হলে এই লিঙ্কে ক্লিক করুন - 
https://www.youtube.com/live/6givwXjOckc?si=dznQiw0yll8SehCH 

PG/AP/DM/

iffi reel

(Release ID: 1979133) Visitor Counter : 113


Read this release in: Urdu , English , Hindi , Marathi