তথ্যওসম্প্রচারমন্ত্রক

ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে গোয়ায় ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত

Posted On: 11 NOV 2023 1:47PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ নভেম্বর, ২০২৩

 

আগামী ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গোয়ায় অনুষ্ঠিত হবে ভারতের ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের এই উৎসবকে এক বড় ধরণের প্রিমিয়ার হিসেবে উপস্থাপিত করতে চলেছে জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগম অর্থাৎ এনএফডিসি। উৎসবকে এমন ভাবে সাজানো হয়েছে যাতে আমন্ত্রিত দর্শকরা সরাসরি চিত্রতারকাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাবেন। 

এবারের উৎসবে যে কাহিনীচিত্রগুলি দেখানো হবে তাতে অনেক নতুন প্রতিভা অভিনয় করেছেন। চলচ্চিত্র প্রযোজক এবং অভিনেতাদের মধ্যে রয়েছেন সলমন খান, অরবিন্দ স্বামী, বিজয় সেতুপতি এবং অদিতি রাও হায়দারি। অন্যদিকে, সঙ্গীত প্রতিভার মধ্যে রয়েছেন এ আর রহমান এবং কড়ক সিং। অভিনয়ের ক্ষেত্রে পঙ্কজ ত্রিপাঠী এবং পার্বতী থিরুবথুকেও দেখা যাবে নির্দিষ্ট ছবিতে। অন্যান্য অভিনেতাদের মধ্যে সিদ্ধার্থ রনধারিয়া, নওয়াজ উদ্দিন সিদ্দিকি, বিজয় রাঘবেন্দ্র, নাগা চৈতন্য, অক্ষয় ওবেরয়, উর্বসী রাউতেলা সহ বিভিন্ন অভিনয় প্রতিভাকে পাওয়া যাবে প্রদর্শিতব্য ছবিগুলিতে। 

'ফিল্ম আই-এ ওয়াতান মেরি ওয়াতেন'-এ আলাপচারিতার মুহূর্তে দেখা যাবে করণ জোহর ও সারা আলি খানকে। 

এই উপলক্ষে চলচ্চিত্র জগতের দিকপালদের আন্তরিক ভাবে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর। বিভিন্ন ছবির প্রযোজক, পরিচালক এবং অভিনেতা সহ সকলের উদ্দেশে এই স্বাগতবার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে উৎসবের জন্য বেছে নেওয়া ছবিগুলি প্রদর্শনের সাফল্য কামনা করেছেন। 

জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর তথা উৎসব অধিকর্তা শ্রী পৃথুল কুমারের মতে বড় ধরণের এই প্রিমিয়ারে চলচ্চিত্রের বিভিন্ন আঙ্গিক প্রত্যক্ষ করার সুযোগ পাবেন দর্শকরা। 

PG/SKD/AS



(Release ID: 1976510) Visitor Counter : 68