রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

দীপাবলি উপলক্ষে দেশবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করলেন রাষ্ট্রপতি

Posted On: 11 NOV 2023 8:58PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ নভেম্বর, ২০২৩

 

দীপাবলির প্রাক্কালে সহনাগরিকদের উদ্দেশে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। তিনি তাঁর বার্তায় বলেছেন:

"শুভ দীপাবলি উপলক্ষে ভারত এবং বিদেশে বসবাসকারী সকল সহনাগরিকদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

দীপাবলি হল খুশি ও আনন্দের এক বিশেষ উৎসব। অন্ধকার থেকে আলোয়, মন্দ থেকে ভালোয় এবং অন্যায়-অবিচার থেকে ন্যায়ের পথে উত্তরণের আলো বয়ে আনে এই উৎসবটি। ভিন্ন ভিন্ন ধর্ম মতে বিশ্বাসী সাধারণ মানুষ এই উৎসবটি উদযাপন করেন এবং সেই সঙ্গে প্রেম, সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দেন সকলের কাছে। দয়া, ইতিবাচক দৃষ্টিভঙ্গী এবং সমৃদ্ধির প্রতীকই হল এই উৎসব। দীপাবলি উৎসবের মধ্য দিয়ে আলোকিত হয়ে ওঠে আমাদের বিবেকবোধ, যা মানব জাতির কল্যাণে সচেষ্ট থাকতে আমাদের উদ্বুদ্ধ করে।

একটি মাত্র আলোকবর্তিকা অন্যদের মধ্যেও আলো সঞ্চারিত করে। আর এই ভাবেই দরিদ্র এবং অভাবী মানুষদের জীবনে আমরা খুশি ও সমৃদ্ধির স্পর্শ পৌঁছে দিতে পারি। আমরা আমাদের আনন্দ ভাগ করে নিই তাঁদের সকলের সঙ্গে।

আসুন, আমরা আলোর এই উৎসব মিলিত ভাবে উদযাপন করি। সেই সঙ্গে শপথগ্রহণ করি জাতি গঠনেরও। দেশের পরিবেশ সংরক্ষণে অবদান সৃষ্টির মাধ্যমে আমরা আমাদের এই সংকল্পকে বাস্তবায়িত করতে পারি।"

PG/SKD/AS


(Release ID: 1976507) Visitor Counter : 86