প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ভারতের প্রথম আঞ্চলিক দ্রুত পরিবহণ ব্যবস্থার (আরআরটিএস) সূচনা করলেন প্রধানমন্ত্রী

দেশের সবকটি রাজ্যে অত্যাধুনিক তথা পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার বিশেষভাবে উদ্যোগী বলে জানালেন তিনি

Posted On: 20 OCT 2023 2:18PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ অক্টোবর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লি - গাজিয়াবাদ - মিরাট আরআরটিএস করিডরের উদ্বোধন করেন গাজিয়াবাদের সাহিবাবাদ র্যা পিডএক্স স্টেশনে। এদিন সেইসঙ্গে তিনি যাত্রার সূচনা করেন সাহিবাদাদ ও দুহাই ডিপোর মধ্যে সংযোগ রক্ষাকারী নমো ভারত র্যা পিডএক্স স্টেশনের। এর মধ্য দিয়ে আজ সূচনা হল দেশের রিজিওন্যাল র্যা পিড ট্রানজিট সিস্টেমের (আরআরটিএস)। বেঙ্গালুরু মেট্রোর পূর্ব - পশ্চিম করিডরের দুটি শাখাও আজ জাতির উদ্দেশে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। নমো ভারত ট্রেনে সফরও ছিল তাঁর আজকের কর্মসূচির অন্যতম। 

এই উপলক্ষে আয়োজিত এক সমাবেশে আজকের দিনটিকে এককথায় ঐতিহাসিক বলে বর্ণনা করেন তিনি। নমো ভারত ট্রেনে তাঁর সফরের অভিজ্ঞতাও তিনি তুলে ধরেন সকলের কাছে। নতুন এই ট্রেনটির সঙ্গে যুক্ত রয়েছেন মহিলা কর্মীদের একটি বিশেষ টিম। সেই অর্থে নমো ভারত যে নারী ক্ষমতায়নের এক বিশেষ প্রতীক একথারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই ট্রেনটি এক নতুন ভারতের যাত্রাপথের দিশারী। 

ভারতের উন্নয়ন যে বিভিন্ন রাজ্যের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত একথার উল্লেখ করে শ্রী মোদী বলেন, বেঙ্গালুরু মেট্রোর দুটি নতুন শাখা সংযোগ ও যোগাযোগের ক্ষেত্রে সরকারি প্রচেষ্টাকে আরও জোরদার করে তুলবে। কারণ, প্রায় ৮ লক্ষ যাত্রী প্রতিদিন মেট্রো রেলে সফর করে থাকেন। 

প্রধানমন্ত্রী বলেন, ২১ শতকের ভারত উন্নয়নের প্রায় প্রতিটি ক্ষেত্রেই একের পর এক অগ্রগতির স্বাক্ষর রেখে চলেছে। প্রসঙ্গত সাম্প্রতিক কালের চন্দ্রায়ন ৩ এবং জি-২০ শীর্ষ সম্মেলনের সাফল্যের কথাও ব্যক্ত করেন তিনি। এশিয়ান গেমসে ভারত যেভাবে শতাধিক পদক জিতে নিয়েছে তাকে এক বিশেষ রেকর্ড বলেও বর্ণনা করেন প্রধানমন্ত্রী। ভারতে ফাইভ-জি প্রযুক্তির প্রসার, ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের উত্তরোত্তর বৃদ্ধি, ভারতে প্রস্তুত প্রতিষেধকের প্রয়োগ ও ব্যবহার ইত্যাদি প্রসঙ্গ স্পর্শ করে যায় প্রধানমন্ত্রীর বক্তব্যে। নির্মাণশিল্প ক্ষেত্রে ভারত যেভাবে এগিয়ে চলেছে তা দৃষ্টি আকর্ষণ করেছে সমগ্র বিশ্ববাসীর। নমো ভারত ট্রেনটিও যে একান্ত ভাবে ভারতীয় প্রযুক্তিতে নির্মিত একথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, ভবিষ্যৎ ভারতের একঝলক সুস্পষ্ট হয়ে উঠেছে অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত নমো ভারত ট্রেনটিতে। বর্তমান শতকের তৃতীয় দশকটি ভারতীয় রেলের রূপান্তর প্রচেষ্টার দশক বলে বর্ণনা করেন তিনি। 

দেশের সকল নাগরিকের জীবনযাত্রার মানকে উন্নততর করে তুলতে তাঁর সরকার যে সর্বতোভাবে সচেষ্ট রয়েছে একথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারি পরিবহণ ব্যবস্থাকে নাগরিক কল্যাণের লক্ষ্যে আরও উন্নত করে তুলতে পর্যাপ্ত মাত্রায় বিনিয়োগও করা হচ্ছে। জল, স্থল এবং আকাশপথে যাত্রাকে নিরাপদ ও স্বচ্ছন্দ করে তুলতে তাঁর সরকার যে কোনরকম ত্রুটি রাখবেন না একথাও এদিন বিশেষ জোরের সঙ্গে ব্যক্ত করেন তিনি। এই প্রসঙ্গে দেশের শহরাঞ্চলে দূষণ রোধের প্রয়োজনীয়তার ওপর জোরালো বক্তব্য রাখেন শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই কারণে দেশে বৈদ্যুতিন বাসের সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি করা হচ্ছে। বিভিন্ন রাজ্যের জন্য ১০ হাজার বৈদ্যুতিন বাস সরবরাহের এক কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র দিল্লিতেই প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগে ১৩০০টি বিদ্যুৎ চালিত বাস চালু করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরমধ্যে ৮৫০টি বাস ইতিমধ্যেই দিল্লির রাস্তায় চলাচল শুরু করেছে। দেশের প্রত্যেকটি শহরে পরিবেশবান্ধব যানবাহন চালু করতে তাঁর সরকার যে বিশেষভাবে উদ্যোগী একথারও উল্লেখ করেন তিনি। 

প্রধানমন্ত্রীর বক্তব্যে এদিন দেশের কৃষক, কর্মী এবং পেনশনভোগীদের জন্য কল্যাণমূলক কর্মসূচি, রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি, সুলভমূল্যে কৃষকদের কাছে ইউরিয়া সারের যোগান ইত্যাদি প্রসঙ্গ উঠে আসে। এছাড়াও উজ্জ্বলা যোজনা, কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য অতিরিক্ত ৪ শতাংশ ডিএ ও ডিআর ঘোষণা এবং ননগ্রেজেটেড রেলকর্মীদের জন্য ঘোষিত দেওয়ালি বোনাসের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 

পরিশেষে উৎসবের মরশুমে দেশের প্রতিটি পরিবারের সুখ, স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধি কামনা করেন তিনি। 

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল শ্রীমতী আনন্দীবেন প্যাটেল, রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী। কর্ণাটকের মুখ্যমন্ত্রী শ্রী সিদ্ধারামাইয়া ভিডিও কনফারেন্সের মঞ্চে যোগ দেন এদিনের অনুষ্ঠানে। 


PG/SKD/AS/ 


(Release ID: 1975238) Visitor Counter : 104