শিল্পওবাণিজ্যমন্ত্রক

ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত যৌথ কর্মীগোষ্ঠীর পঞ্চদশ বৈঠক

Posted On: 01 OCT 2023 10:22AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ অক্টোবর, ২০২৩ 

 

ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত যৌথ কর্মীগোষ্ঠীর পঞ্চদশ বৈঠক বাংলাদেশের ঢাকায় ২৬ এবং ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। দু-দিনের বৈঠকে যৌথভাবে পৌরহিত্য করেন ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী বিপুল বনসল এবং বাংলাদেশে বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রী নুর মহম্মদ মাহবুবুল হক। বৈঠকে বন্দর সংক্রান্ত বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশের সঙ্গে সর্বাঙ্গীন অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর করা নিয়ে আলোচনা এবং বাংলাদেশে অত্যাবশ্যক পণ্য সামগ্রী সরবরাহ সহ  বিভিন্ন বিষয় গুরুত্ব সহ আলোচিত  হয়েছে

দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ থেকে রেলপথে পণ্য রপ্তানীর ক্ষেত্রে ভারতকে অনুমতি দেওয়া হয়েছে। ২০২২-এর ১৭ মে থেকে স্থলবন্দরে কাস্টম সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হচ্ছে। চট্টগ্রাম এবং মংলা বন্দরের ব্যবহার সংক্রান্ত চুক্তি সফলভাবে কার্যকর হয়েছে। এছাড়াও স্থলবন্দরের মধ্য দিয়ে পণ্য আদান-প্রদান বৃদ্ধি পেয়েছে। 


PG/CB/AS



(Release ID: 1962687) Visitor Counter : 82