প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

আন্তর্জাতিক স্তরে পরিকাঠামো ও বিনিয়োগের জন্য অংশীদারিত্ব (পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেট - পিজিআইআই) এবং ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর (ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকনোমি করিডোর - আইএমইসি)

Posted On: 09 SEP 2023 9:38PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৯ সেপ্টেম্বর, ২০২৩

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি শ্রী জো বাইডেন নতুন দিল্লিতে ৯ সেপ্টেম্বর জি২০ গোষ্ঠীর শিখর সম্মেলনে ফাঁকে একটি বিশেষ অনুষ্ঠানের পৌরোহিত্য করেন। এই অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক স্তরে পরিকাঠামো ও বিনিয়োগের জন্য অংশীদারিত্ব (পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেট - পিজিআইআই) এবং ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর (ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকনোমি করিডোর - আইএমইসি) সংক্রান্ত।  

ভারত, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলা ও পরিকাঠামোর উন্নয়নে আরও বেশি বিনিয়োগ নিয়ে আনাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। 

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইটালি, মরিশাস, সংযুক্ত আরব আমিরশাহী এবং সৌদি আরবের নেতৃবৃন্দ ছাড়াও বিশ্বব্যাঙ্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

বিশ্বজুড়ে স্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর উদ্যোগে গতি আনতে এবং বিকাশশীল রাষ্ট্রগুলির মধ্যে পরিকাঠামো ক্ষেত্রে ব্যবধান দূর করতে পিজিআইআই একটি উন্নয়নশীল উদ্যোগ।  

আইএমইসি ভারত এবং উপসাগরীয় অঞ্চলের মধ্যে পূর্বাঞ্চলীয় করিডোর ও উপসাগরীয় অঞ্চল এবং ইউরোপের মধ্যে উত্তরাঞ্চলীয় করিডোরের মেলবন্ধন ঘটাবে। এই ব্যবস্থাপনায় রেল ও জাহাজ-রেল ট্রানজেট পরিষেবা এবং সড়ক পরিবহনকে যুক্ত করা হবে।   

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ফিজিক্যাল অর্থাৎ ভৌতিক, ডিজিটাল এবং আর্থিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্বের কথা বলেন। তিনি জানান, আইএমইসি ভারত ও ইউরোপের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

আইএমইসি সংক্রান্ত সমঝোতাপত্রে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ইউরোপীয় ইউনিয়ন, ইটালি, ফ্রান্স এবং জার্মানি সাক্ষর করেছে।

বহুপাক্ষিক এই সমঝোতাপত্রটি দেখার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – 

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2023/sep/doc202399250101.pdf

 

 

AC/CB/SKD


(Release ID: 1956038) Visitor Counter : 179