বিদ্যুৎমন্ত্রক
azadi ka amrit mahotsav

পশ্চিমবঙ্গের রঘুনাথপুরে দামোদর ভ্যালি কর্পোরেশনের ১,৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য আরইসি প্রয়োজনীয় ঋণ দেবে

Posted On: 26 AUG 2023 8:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ আগস্ট, ২০২৩

 

দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-এর সঙ্গে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা আরইসি লিমিটেড একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে। এই চুক্তি অনুসারে পশ্চিমবঙ্গের রঘুনাথপুরে ডিভিসির দুটি ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন - অর্থাৎ, মোট ১,৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে আরইসি ৪,৫২৭ কোটি ৬৮ লক্ষ টাকা ঋণবাবদ প্রদান করবে।  

ডিভিসি এবং আরইসি যৌথভাবে রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পটি বাস্তবায়িত করবে। এর ফলে পশ্চিমবঙ্গে তাপবিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি পাবে। এই বিদ্যুৎকেন্দ্র থেকে ১,৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলে সংশ্লিষ্ট অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনার উন্নতি ঘটবে।

এই প্রকল্প বাস্তবায়নের সময় আরইসি এবং ডিভিসি যে বিষয়গুলির ওপর গুরুত্ব দেবে তার মধ্যে উল্লেখযোগ্য হল, পরিবেশের প্রতি দায়বদ্ধতা। এছাড়াও, তাপবিদ্যুৎ কেন্দ্রের দক্ষতা এবং বিভিন্ন উদ্ভাবনমূলক ব্যবস্থাপনার ওপরেও গুরুত্ব দেওয়া হবে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ নবরত্ন সংস্থা আরইসি, ডিভিসি-র সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে বিদ্যুৎক্ষেত্রে সুস্থায়ী উন্নয়ন নিশ্চিত করবে।

চুক্তি স্বাক্ষরের সময় ডিভিসি-র চেয়ারম্যান শ্রী রাম নরেশ সিং, অর্থ দপ্তরের শ্রী অরূপ সরকার, সচিব ডঃ জন মাথাই, কারিগরি বিভাগের সদস্য শ্রী এম রঘুরাম, অর্থ বিভাগের কার্যকরী নির্দেশক শ্রী জয়দীপ মুখোপাধ্যায় এবং সিনিয়র জেনারেল ম্যানেজার শ্রী সুমিত কুমার দাস উপস্থিত ছিলেন। আরইসি-র পক্ষে শ্রী পঙ্কজ ভার্মা চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আরইসি লিমিটেড একটি নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থা। এই সংস্থাটি দেশের বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে বিভিন্ন সংস্থাকে আর্থিক সহায়তা দিয়ে থাকে। ডিভিসি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা যারা দেশের পূর্বাঞ্চলের বিদ্যুতের চাহিদা পূরণের জন্য বিদ্যুৎ উৎপাদন এবং বন্টন করে থাকে। 

 

AC/CB/DM/


(Release ID: 1952670) Visitor Counter : 146


Read this release in: English , Urdu , Hindi