অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে নথিভুক্ত আমদানী-রপ্তানীকারকদের স্বীকৃতিদানে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

प्रविष्टि तिथि: 16 AUG 2023 4:31PM by PIB Kolkata

নতুন দিল্লি ১৬ ই আগস্ট, ২০২৩

 

    প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে পারস্পরিক স্বীকৃতিদান সম্পর্কিত  চুক্তি ব্যবস্থা (এমআরএ) বাস্তবায়িত করার লক্ষ্যে একটি প্রস্তাব আজ অনুমোদিত হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। ভারতের রাজস্ব দপ্তরের পরোক্ষ কর ও শুল্ক পর্ষদ (সিবিআইসি) এবং অস্ট্রেলিয়া সরকারের স্বরাষ্ট্র দপ্তরের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে এই ব্যবস্থা চালু হবে। দু’দেশের পক্ষ থেকে যে তারিখে এই ব্যবস্থা স্বাক্ষরিত হবে সেদিন থেকেই এটি কার্যকর হবে। দু’দেশের সম্মতিক্রমে এমআরএ-র খুঁটিনাটি চূড়ান্ত করা হয়েছে। 

    এই চুক্তি তথা ব্যবস্থার আওতায় দু’দেশ থেকে পণ্য আমদানী-রপ্তানীর বিষয়টি আরও সহজ হয়ে উঠবে। এই ব্যবস্থাটি কার্যকর হলে ভারতের রপ্তানীকারকরা অস্ট্রেলিয়ায় পণ্য পরিবহণের কাজে বিশেষ সুবিধা পাবেন। এর মধ্য দিয়ে দু’দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন সম্পর্ক আরও জোরদার হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।


AC / SS/SG


(रिलीज़ आईडी: 1949925) आगंतुक पटल : 153
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Odia , Telugu , Malayalam