জাহাজচলাচলমন্ত্রক
সামুদ্রিক বাণিজ্য ক্ষেত্রে পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে; রাজ্য অদূর ভবিষ্যতে ব্যাবসা-বাণিজ্যের আঞ্চলিক কেন্দ্র হয়ে উঠতে পারে : শ্রী সর্বানন্দ সোনোওয়াল
Posted On:
14 AUG 2023 7:56PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ আগস্ট , ২০২৩
কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ এবং আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোওয়াল কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জী বন্দর আয়োজিত একটি রোড শো-তে অংশ নেন। ২০২৩ সালের সমুদ্র বাণিজ্য সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ম্যারিটাইম ইন্ডিয়া সামিট (জিএনআইএফ) উপলক্ষে এই রোড শো-র আয়োজন করা হয়। এতে কলকাতার শিল্প ও বাণিজ্য জগতের বিশিষ্ট জনেরা ছাড়াও ঊর্ধ্বতন সরকারি আধিকারিক এবং সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন দিল্লিতে জিএনআইএফ-এ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে সামুদ্রিক বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই রোড শো-এ্রর মাধ্যমে উৎসাহিত করা হয়েছে।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী সোনোওয়াল বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক নতুন দিল্লির ভারত মন্ডপমে ১৭ থেকে ১৯ অক্টোবর এই সম্মেলনের আয়োজন করেছে। ভারতে সামুদ্রিক বাণিজ্যকে আরও শক্তিশালী করে তোলাই যার মূল লক্ষ্য। এর ফলে, দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
সামুদ্রিক বাণিজ্যে বেসরকারি ক্ষেত্রের ভূমিকার প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারতে সংশ্লিষ্ট ক্ষেত্রের উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সরকারি বেসরকারি অংশীদারিত্বে নতুন নতুন বন্দর গড়ে তোলার পাশাপাশি বর্তমান বন্দরগুলির মানোন্নয়ন ঘটানো সম্ভব। এখন ভারতের বড় বড় বন্দরগুলিতে ৫০ শতাংশ পণ্য ওঠানো নামানোর কাজে সরকারি বেসরকারি অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এদের পরিচালিত বন্দরগুলি ৫০ শতাংশ পণ্য পরিবহণের কাজ করে। আগামীদিনে সব কাজই এই অংশীদারিত্বের মাধ্যমে করার পরিকল্পনা করা হয়েছে। পশ্চিমবঙ্গে সামুদ্রিক বাণিজ্য ক্ষেত্রে ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে মন্ত্রী জানান। রাজ্যের অদূর ভবিষ্যতে ব্যবসা-বাণিজ্যের আঞ্চলিক কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। বন্দরের মানোন্নয়ন এবং পরিকাঠামো গড়ে তোলার কাজে শিল্প ও বাণিজ্য সংস্থাগুলি সক্রিয় ভাবে অংশগ্রহণ করতে পারে। আত্মনির্ভর ভারত অভিযানে সংশ্লিষ্ট সকলকে অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন শ্রী সোনোওয়াল।
অনুষ্ঠানে বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী ভূষণ কুমার, বন্দরের চেয়ারম্যান শ্রী রাঠেন্দ্র রমন, হলদিয়া ডক কমপ্লেক্সের ডেপুটি চেয়ারম্যান শ্রী সম্রাট রাহি সহ বিশিষ্টজনেরা যোগ দেন।
AC/CB/AS
(Release ID: 1949217)
Visitor Counter : 172