স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৩-এ স্বাধীনতা দিবস উপলক্ষে কারা কর্মীদের সংশোধনাগার সেবা পদকে ভূষিত করা হয়েছে
Posted On:
14 AUG 2023 6:03PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ আগস্ট, ২০২৩
২০২৩-এ স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি কারা কর্মীদের সংশোধনাগার সেবা পদক প্রদানের সিদ্ধান্ত অনুমোদন করেছে।
বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতির সংশোধনাগার সেবা পদক দেওয়া হচ্ছে ৭ জনকে। এর মধ্যে মহারাষ্ট্রের ৫ জন। ১ জন দিল্লি এবং ১ জন গুজরাতের।
প্রশংসনীয় কাজের জন্য সংশোধনাগার সেবা পদক দেওয়া হচ্ছে ৭০ জনকে। এর মধ্যে ছত্তিশগড়ের ৪, গুজরাতের ১, হরিয়ানার ৬, হিমাচল প্রদেশের ২, জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের ৬, কর্ণাটকের ১, কেরলের ৬, মধ্যপ্রদেশের ৯, মহারাষ্ট্রের ১২, মণিপুরের ১, মেঘালয়ের ১, ওড়িশার ৫, সিকিমের ১, তামিলনাড়ুর ৬, তেলেঙ্গানার ৪, উত্তরাখণ্ডের ২, দিল্লির ২ ও লাদাখের ১ জন।
AC/AC/SKD/
(Release ID: 1948741)
Visitor Counter : 124