অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

জিএসটি পরিষদের ৫১তম বৈঠকের সুপারিশ

Posted On: 02 AUG 2023 7:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ আগস্ট ২০২৩

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনের পৌরোহিত্যে আজ নতুন দিল্লিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫১তম জিএসটি পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী শ্রী পঙ্কজ চৌধুরি। এছাড়াও, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী সহ অর্থ মন্ত্রক এবং রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের প্রবীণ আধিকারিকরাও বৈঠকে উপস্থিত ছিলেন। 

১১/০৭/২০২৩-এ অনুষ্ঠিত জিএসটি পরিষদের ৫০তম বৈঠকে ক্যাসিনো, ঘোড়দৌড় এবং অনলাইন গেমিং সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর দ্বিতীয় প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। বৈঠকে সুপারিশ করা হয়, ক্যাসিনো, ঘোড়দৌড় এবং অনলাইন গেমিং-এ পূর্ণ অঙ্কের ওপর ২৮ শতাংশ কর বসানো যেতে পারে। পরিষদ আরও সুপারিশ করেছিল, এই বিষয়ে স্বচ্ছতা আনতে আইন সংশোধন করা যেতে পারে। 

সেইমতো ৫১তম বৈঠকে সিজিএসটি আইন, ২০১৭ এবং আইজিএসটি আইন, ২০১৭-য় কয়েকটি নির্দিষ্ট সংশোধনী সুপারিশ করা হয়েছে। সিজিএসটি আইন, ২০১৭-র সিডিউল-৩ সংশোধনীরও সুপারিশ করা হয়েছে যাতে ক্যাসিনো, ঘোড়দৌড়, অনলাইন গেমিং-এর ওপর কর-এর বিষয়ে স্বচ্ছতা থাকে। আইজিএসটি আইন, ২০১৭-য় নির্দিষ্ট সংস্থান অন্তর্ভুক্ত করারও সুপারিশ করেছে পরিষদ যাতে ভারতে বসবাসকারী ব্যক্তিকে বহির্ভারতের কোনও সরবরাহকারী দ্বারা অনলাইন মানি গেমিং সরবরাহ করার ওপর জিএসটি দেওয়ার দায়বদ্ধতা থাকে।

পরিষদ এও সুপারিশ করেছে যে, অনলাইন গেমিং সরবরাহ এবং ক্যাসিনোর কার্যকরী দাবির মূল্য নির্ধারণ করা যেতে পারে প্রদত্ত বা দেয় অথবা সরবরাহকারীর কাছে গচ্ছিত অর্থ অথবা খেলোয়াড়ের ওপর ভিত্তি করে। পরিষদ সুপারিশ করেছে যে সিজিএসটি বিধি, ২০১৭-কে সংশোধন করা যেতে পারে যাতে অনলাইন গেমিং এবং ক্যাসিনোর কার্যকরী দাবি সরবরাহের মূল্য নির্ধারণের নির্দিষ্ট সংস্থান অন্তর্ভুক্ত করা যায়। এ বিষয়ে নির্দিষ্ট বিজ্ঞপ্তি ও সংশোধনী জারি করারও সুপারিশ করেছে পরিষদ।

পরিষদ সিদ্ধান্ত নিয়েছে এই সংশোধনী প্রক্রিয়া যথাশীঘ্র সম্ভব সম্পূর্ণ করতে হবে এবং সংশোধনীগুলি কার্যকর করতে হবে ১ অক্টোবর, ২০১৩ থেকে।


AC/AP/DM


(Release ID: 1945317) Visitor Counter : 177