স্বরাষ্ট্র মন্ত্রক
নিরাপদ শহর প্রকল্প
Posted On:
02 AUG 2023 4:27PM by PIB Kolkata
নতুনদিল্লি ২রা অগাষ্ট
ভারতের সংবিধানের সপ্তম তপশিলের আওতায় পুলিশ এবং আইন-শৃঙ্খলা হল রাজ্যের বিষয় । আইন-শৃঙ্খলা বজায় রাখা, মহিলাদের বিরুদ্ধে অপরাধ দমন সহ নাগরিকদের জীবন ও সম্পত্তির সুরক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারের । ভারত সরকার মহিলাদের সুরক্ষায় বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে । এর অঙ্গ হিসেবে আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা, লক্ষ্মৌ এবং মুম্বাই-এই ৮ টি শহরে স্বরাষ্ট্র মন্ত্রক নিরাপদ শহর প্রকল্প অনুমোদন করেছে । কেন্দ্রীয় সরকার পোষিত এই নিরাপদ শহর প্রকল্পে এই ৮ টি শহরের জন্য মোট ২৮৪০.০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । এরমধ্যে কলকাতার জন্য বরাদ্দ করা হয়েছে ১৮১.৩২ কোটি টাকা ।
রাজ্যসভায় আজ প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র ।
AC/SS/CS
(Release ID: 1945289)