অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
উড়ান প্রকল্পে যাত্রী সংখ্যা বেড়েছে
Posted On:
20 JUL 2023 2:42PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ জুলাই, ২০২৩
দেশে আঞ্চলিক যোগাযোগ প্রকল্প উড়ান চালু হওয়ার পর থেকে এপর্যন্ত ১ কোটি ২৩ লক্ষ যাত্রী বিমানপথে চলাচল করেছেন। এপর্যন্ত দেশে ৯টি হেলিকপ্টার এবং দুটি জলপথে অ্যারোড্রোম সহ ১৪৮টি বিমানবন্দর কার্যকর করা হয়েছে। রাজ্যের নাম অনুযায়ী বিমানবন্দরের তালিকা দেওয়া হয়েছে।
উড়ান প্রকল্পের আওতায় বিমানবন্দর, হেলিকপ্টার ও জলপথে অ্যারোড্রোমগুলির কাজ সম্পন্ন হতে যেসব কারণে দেরি হচ্ছে, তারমধ্যে -
১. সময় মত রাজ্য সরকার জমি দিচ্ছে না।
২. চাহিদা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষেবা দিতে পারছে না সংশ্লিষ্ট সংস্থা।
৩. যথাযথ বিমানের অপ্রতুলতা।
৪. বিমান লিজ সংক্রান্ত বিষয়।
৫. রাজ্য সরকারের আওতায় থাকা বিমানবন্দর, হেলিকপ্টার বা জলপথে অ্যারোড্রোমগুলি সময় মত তৈরি হচ্ছে না।
যথাযথ সময়ে কাজ সম্পন্ন করার জন্য নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে কাজের অগ্রগতি। লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান এসামরিক বিমান চলাচল মন্ত্রকের প্রতিমন্ত্রী জেনারেল (ডঃ) ভি কে সিং (অবসরপ্রাপ্ত)।
পশ্চিমবঙ্গে উড়ান প্রকল্পের আওতায় যে বিমানবন্দরগুলি রয়েছে, সেগুলি হল – বাগডোগরা, বেহালা, কোচবিহার, দুর্গাপুর এবং কলকাতা।
CG/PM/AS
(Release ID: 1941296)
Visitor Counter : 121