বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

জি২০ গবেষণা উদ্ভাবন উদ্যোগ নিয়ে শিখর সম্মেলন (আরআইআইজি) এবং গবেষণা মন্ত্রীদের নিয়ে ৪-৫ জুলাই, ২০২৩ দু’দিনের বৈঠক মুম্বাইতে অনুষ্ঠিত হবে

Posted On: 03 JUL 2023 3:30PM by PIB Kolkata

 

নতুন দিল্লি, ০৩ মুম্বাই, ২০২৩

জি২০ গবেষণা উদ্ভাবন উদ্যোগ নিয়ে শিখর সম্মেলন (আরআইআইজি) এবং গবেষণা মন্ত্রীদের নিয়ে ৪-৫ জুলাই, দু’দিনের বৈঠক  মুম্বাইতে অনুষ্ঠিত হবে

বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং ৫ জুলাই, ২০২৩ জি২০ গবেষণা মন্ত্রীদের সম্মেলনে বৈঠকে সভাপতিত্ব করবেন। জি২০ সদস্যভুক্ত দেশগুলির গবেষণা মন্ত্রীগণ সহ মোট ১০৭ জন বৈদেশিক প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেবেন। এছাড়াও থাকবেন আমন্ত্রিত দেশ এবং আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা।

মুম্বাইয়ে আরআইআইজি এই শিখর সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল। বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তরের সচিব ডঃ শ্রীভারি চন্দ্রশেখর এই বৈঠকে সভাপতিত্ব করবেন।

ভারত ২০২৩-এ তার জি২০ সভাপতিত্বে গবেষণা এবং উদ্ভাবন উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে চায়। সমতা ভিত্তিক সমাজের লক্ষ্যে গবেষণা এবং উদ্ভাবনের ভাবধারাকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আরআইআইজি-র এই বিষয়ের উপর ভিত্তি করে পাঁচটি বৈঠকের আয়োজন করে ভারত। প্রথম বৈঠকটি হয় কলকাতায়। তার পরবর্তী আরও চারটি বিষয়ভিত্তিক বৈঠক হয়। সুস্থায়ী জ্বালানির জন্য পণ্য সামগ্রী এই নিয়ে বৈঠকটি হয় রাঁচিতে, চক্রবৎ জৈব অর্থনীতি নিয়ে বৈঠক হয় ডিব্রুগড়ে, জ্বালানি হস্তান্তরে পরিবেশবান্ধব উদ্ভাবন ব্যবস্থা নিয়ে বৈঠকের আয়োজন হয় ধর্মশালায় এবং মৎস্য চাষ নিয়ে সুস্থায়ী সামুদ্রিক অর্থনীতির আয়োজন হয় দিউতে।

সামাজিক রূপান্তরের ক্ষেত্রে বিজ্ঞান এবং অর্থনীতির মধ্যে একটা সমন্বয় গড়ে তোলার পাশাপাশি সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থা অর্জনের লক্ষ্যে বিভিন্ন পরিবেশবান্ধব ব্যবস্থার মধ্যে মতবিনিময় সম্ভব অনুকূল পরিবেশ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হলে। এক্ষেত্রে সুস্থায়ী গবেষণা এবং উদ্ভাবনের গুরুত্ব অপরিসীম। আরআইআইজি বৈঠক সমস্ত স্তরের অংশীদারদের যে মঞ্চ প্রদান করছে তাতে তারা সামাজিক অর্থনৈতিক সমতা বিধানের ক্ষেত্রে গবেষণা এবং উদ্ভাবনকে একটি হাতিয়ার হিসেবে গড়ে তুলতে পারে। অতীতের আলোচনা বৈঠকগুলির ভিত্তিতে গবেষণা মন্ত্রীদের এই বৈঠক জি২০ সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতার বাতাবরণকে বৃদ্ধি করবে। এর পাশাপাশি আর্থ-সামাজিক সমতা বিধানের লক্ষ্যে বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের বিভিন্ন দিকের উপর আলোকপাত করবে।

মুম্বাইয়ে আগামীকাল থেকে দুদিনের আরআইআইজি শিখর সম্মেলন ও গবেষণা মন্ত্রীদের বৈঠকে জি২০ বিজ্ঞান আলোচনায় মন্ত্রী পর্যায়ের ঘোষণা পত্র নিয়ে আলোচনা হবে।

মন্ত্রী পর্যায়ের ঘোষণাপত্র গ্রহণের মধ্য দিয়ে জি২০ আরআইআইজি বৈঠকের সমাপ্তি হবে।

এই শিখর সম্মেলনে অংশ নেওয়া জি২০ দেশগুলির প্রতিনিধিবৃন্দ ৬ জুলাই, ২০২৩ আইআইটি মুম্বাইয়ে গবেষণা এবং উদ্ভাবনের কাজ ঘুরে দেখবেন।

জি২০ হল একটি আন্তঃ সরকারি মঞ্চ, যা ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে গঠিত। বিশ্ব অর্থনীতির মূল বিষয়গুলি নিয়ে তারা কাজ করে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক আর্থিক সুস্থিতি, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সুস্থায়ী উন্নয়ন। এতে রয়েছে শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির পাশাপাশি বেশিরভাগ বৃহৎ অর্থনীতির দেশ।

CG/AB/SKD/ ReleaseID: 1937041 / 03 July, 2023/ W- 423



(Release ID: 1937209) Visitor Counter : 159


Read this release in: English , Urdu , Hindi , Marathi