শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি মজবুত করতে আফ্রিকা অঞ্চলের ১৫ জন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল

Posted On: 09 JUN 2023 2:19PM by PIB Kolkata

                                                                                                                                                             নয়াদিল্লি, ০৯ জুন, ২০২৩
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প, উপভোক্তা, খাদ্য ও গণবন্টন এবং বস্ত্র মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে আফ্রিকা অঞ্চলের ১৫টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেন। তাঁদের সঙ্গে কথাবার্তার সময় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দশকের পর দশক ধরে ভারত ও আফ্রিকার মধ্যে উল্লেখযোগ্য বন্ধুত্ব রয়েছে এবং আগামী দিনগুলিতে তা আরও মজবুত হয়ে উঠতে চলেছে। ভারত ও আফ্রিকার মধ্যে ঘনিষ্ঠ আর্থিক সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং সহযোগিতার নানা দিক খতিয়ে দেখতেই এই বৈঠকের আয়োজন।
ভারত – আফ্রিকার বন্ধুত্বের তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রদূতদের স্বাগত জানান শ্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আফ্রিকাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন এবং ভারত ও আফ্রিকার মধ্যে বন্ধুত্ব আরও গভীর করার নীতিতে তিনি বিশ্বাসী। আফ্রিকা এবং ভারতীয় উপ-মহাদেশের মধ্যে বন্ধুত্ব মজবুত করতে তিনি রাষ্ট্রদূতদের কাছে আর্জি জানান।
দু’পক্ষের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা তৈরির ক্ষেত্রে ভারতের অঙ্গীকারের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী। যে ১৫টি দেশের রাষ্ট্রদূত এই বৈঠকে যোগ দিয়েছিলেন, তার মধ্যে রয়েছে – আলজেরিয়া, বোস্টোয়ানা, মিশর, ঘানা, গিনি প্রজাতন্ত্র, কেনিয়া, মালয়ি, মোজাম্বিক, মরক্কো, রোয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, তানজেনিয়া, টোগো, উগান্ডা এবং জিম্বাবোয়ে। ফলপ্রসূ আলোচনা, দু’পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা এবং পারস্পরিক বিকাশ ও উন্নয়নের নতুন অংশীদারিত্ব গড়ে তোলার ব্যাপারে কূটনীতিকদের এই বৈঠক এক অনন্য সুযোগ তৈরি করেছে।
ভারত ও আফ্রিকার মধ্যে বোঝাপড়ার এক দীর্ঘস্থায়ী ইতিহাস ও মজবুত সাংস্কৃতিক বন্ধন রয়েছে। আফ্রিকার দেশগুলির দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতার কারণে ঐ মহাদেশে ভারতীয় ব্যবসায়ীদের বিপুল সুযোগ রয়েছে। বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে ভারত ও আফ্রিকা পরস্পরের শক্তি ও দক্ষতাকে কাজে লাগিয়ে লাভবান হতে পারে, যা উভয় পক্ষের উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে।
আর্থিক বিষয় ছাড়াও এই বৈঠকে ভারত ও আফ্রিকার মধ্যে সাংস্কৃতিক বিনিময়, পারস্পরিক যোগাযোগ ও কৌশলগত বোঝাপড়ার উপর জোর দেওয়া হয়।

CG/MP/SB……


(Release ID: 1931054) Visitor Counter : 180