আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

গুরুগ্রামের এইচইউডিএ সিটি সেন্টার থেকে সাইবার সিটি পর্যন্ত মেট্রো সংযোগ প্রকল্পে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

Posted On: 07 JUN 2023 3:05PM by PIB Kolkata

                                                                                                                                                           নতুন দিল্লি, ৭ ই জুন ২০২৩
গুরগাঁও-এর এইচইউডিএ সিটি থেকে সাইবার সিটি পর্যন্ত ২৮.৫০ কিলোমিটার পথে মেট্রো সংযোগ সম্প্রসারিত হচ্ছে । মোট ৫,৪৫২ কোটি টাকা বিনিয়োগে এই প্রকল্পটি সম্পূর্ণ হবে আগামী ৪ বছরের মধ্যে । এই মেট্রো রুটে থাকবে মোট ২৭ টি স্টেশন ।
   আজ এই মর্মে একটি প্রস্তাব অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে । পুরো মেট্রো পথটি নির্মিত হবে মাটির ওপর দিয়ে । প্রকল্প রূপায়নের দায়িত্বে থাকবে হরিয়ানা মাস র‍্যাপিড ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ এইচএমআরটিসি ।
   প্রসঙ্গত: উল্লেখ্য, এখনও পর্যন্ত ওল্ড গুরুগ্রামে কোনো মেট্রো সংযোগ স্থাপিত হয়নি । তবে, নতুন মেট্রো রুটটি চালু হলে ওল্ড গুরুগ্রামের সঙ্গে যুক্ত হবে নিউ গুরুগ্রাম । শুধু তাই নয়, এই মেট্রো রুটের মাধ্যমে সংযোগ ঘটবে ভারতীয় রেলওয়ের স্টেশনগুলিরও । প্রকল্পের পরবর্তী পর্যায়ে মেট্রো পথের সঙ্গে যুক্ত হবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরও । ফলে সংশ্লিষ্ট অঞ্চলগুলির সার্বিক অর্থনীতিও আরও জোরদার হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে ।

CG/SKD/CS


(Release ID: 1930660) Visitor Counter : 104