প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বৈঠক

Posted On: 22 MAY 2023 2:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ মে, ২০২৩


ফোরাম ফর ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ডস কো-অপারেশন (এফআইপিআইসি)-এর তৃতীয় শীর্ষ সম্মেলনের ফাঁকে ২২ মে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রী ক্রিস হিপকিন্স-এর সঙ্গে বৈঠক করেছেন। দুই প্রধানমন্ত্রী এই প্রথম পরস্পরের সঙ্গে মতবিনিময় করেন।

উভয় নেতা দ্বিপাক্ষিক পর্যায়ে চলতে থাকা সহযোগিতামূলক বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, পর্যটন, সংস্কৃতি, ক্রীড়া সহ দুটি দেশের মানুষের মধ্যে সম্পর্কের প্রসার ঘটানোর মতো বিষয়গুলি নিয়ে তাঁরা মতবিনিময় করেছেন।

 


PG/CB/DM/


(Release ID: 1926690) Visitor Counter : 158