যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

ট্রাই ২০টি অঞ্চলের টেলি-যোগাযোগ ব্যবস্থাপনার মান সংক্রান্ত মূল্যায়নের প্রতিবেদন প্রকাশ করেছে

Posted On: 27 MAR 2023 8:44PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ মার্চ, ২০২৩


বিভিন্ন টেলি-পরিষেবা সংস্থার সহায়তায় ট্রাই দার্জিলিং, কালিম্পং, ১১০ ও ৭১৭-এ জাতীয় সড়ক, আসাম, অরুণাচল প্রদেশ, ২৭, ১২৭, ১৫ এবং ১৩ জাতীয় সড়ক সহ দেশের ২০টি জায়গায় টেলি-যোগাযোগ ব্যবস্থাপনার মূল্যায়ন করেছে। ২০২২-এর ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকেই এই মূল্যায়ন করা হয়। মূল্যায়নের সময় টেলি-পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি যে বিষয়গুলির ওপর গুরুত্ব দিয়েছে সেগুলি হল - কতটা অঞ্চলে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে; কল সেট-আপ-এর সাফল্যের হার; ড্রপ কলের হার; ব্লক কলের পরিমাণ ইত্যাদি।


ডেটা সার্ভিসের ক্ষেত্রে ডাউনলোড ও আপলোডের হার, বিভিন্ন ওয়েবসাইট দেখার সময় এবং ভিডিও স্ট্রিমিং-এর সময় পুরো কাজটি করতে কতটা সময় যাচ্ছে সে বিষয়গুলি বিবেচনা করা হয়েছে। ট্রাই-এর ওয়েবসাইট www.analytics.trai.gov.in-এ ক্লিক করে পুরো প্রতিবেদনটি পাওয়া যাবে। এ বিষয়ে কোনও সমস্যা দেখা দিলে নিয়ামক সংস্থার অ্যাডভাইজর শ্রী তেজপাল সিং-এর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। ই-মেল - adv-qos1@trai.gov.in অথবা টেলিফোন নম্বর : +91-11-2323-3602।


PG/CB/DM



(Release ID: 1911421) Visitor Counter : 115


Read this release in: English , Urdu , Hindi