রাষ্ট্রপতিরসচিবালয়
লাক্ষাদ্বীপে রাষ্ট্রপতিকে গণসম্বর্ধনা দেওয়া হয়েছে
সারা বিশ্বের কাছে লাক্ষাদ্বীপ আদর্শ পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে
Posted On:
18 MAR 2023 8:31PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ মার্চ, ২০২৩
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু লাক্ষাদ্বীপের কাভারাত্তিতে একটি গণসম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তাঁর সম্মানার্থে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, সামুদ্রিক শৈবাল শিল্পের উন্নতিতে লাক্ষাদ্বীপের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই দ্বীপে সামুদ্রিক শৈবাল চাষ করলে ওষুধ উৎপাদনকারী সংস্থা এবং হোটেল শিল্পের আমদানির জন্য ব্যয় হ্রাস পাবে। সামুদ্রিক শৈবালের জন্য আমদানির ওপর নির্ভর করে থাকতে হয়।
লাক্ষাদ্বীপের সাদা বালির সমুদ্র সৈকত, কোরাল এবং বৈচিত্র্যপূর্ণ সামুদ্রিক বাস্ততন্ত্র থাকায় পর্যটন ক্ষেত্রে এর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। নীতি আয়োগের তত্ত্বাবধানে কাদমত, মিনিকয় এবং সুহেলিতে উন্নতমানের পরিবেশ বান্ধব পর্যটন প্রকল্প গড়ে তোলা হচ্ছে। এই কেন্দ্রশাসিত অঞ্চলে ভারতের প্রথম ওয়াটার ভিলা বা জলের মধ্যে বাড়ি গড়ে তোলা হবে যা অত্যন্ত গর্বের বিষয়। পর্যটন ক্ষেত্রে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ সংশ্লিষ্ট ক্ষেত্রকে সহায়তা করবে। সারা বিশ্বের কাছে লাক্ষাদ্বীপ আদর্শ পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে।
গত কয়েক বছর ধরে দ্বীপভূমিতে লাক্ষাদ্বীপ প্রশাসক উন্নয়নের যে কর্মযজ্ঞ শুরু করেছে শ্রীমতী মুর্মু তারজন্য সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, পরিকাঠামো ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি বেসরকারী ক্ষেত্রের অংশগ্রহণকে উৎসাহিত করতে হবে। দ্বীপপুঞ্জের বিভিন্ন দ্বীপে জলকে লবন মুক্ত করার প্রকল্প গড়ে ওঠায় সংশ্লিষ্ট অঞ্চলের নাগরিকরা সহজেই পানীয় জল পাচ্ছেন। এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
কেন্দ্রশাসিত লাক্ষাদ্বীপে প্রশাসন স্কুল পড়ুয়াদের জন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে। এই উদ্যোগের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এর মধ্য দিয়ে স্কুল শিক্ষার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ হওয়ার দিকটি প্রকাশিত। কারিগরি শিক্ষা, শিল্পোদ্যোগী হয়ে উঠতে সাহায্য করা সহ বিভিন্ন উদ্যোগ শিক্ষা দপ্তর গ্রহণ করায় ছাত্রছাত্রীরা উপকৃত হবে। শিক্ষা দপ্তর লাক্ষাদ্বীপের স্কুলগুলিতে ডিজিটাল শিক্ষা সংক্রান্ত পাঠক্রম পরিচালনা করে। এই উদ্যোগগুলির ফলে ভৌগলিক দিক থেকে বিচ্ছিন্ন এই অঞ্চলের ছেলেমেয়েরা তাদের স্বপ্ন পূরণ করতে সমর্থ হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
শ্রীমতী মুর্মু বলেন, বর্তমান যুগে যে কোন অঞ্চলের সার্বিক উন্নয়নে ইন্টারনেট পরিষেবার যথেষ্ট গুরুত্ব রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে লাক্ষাদ্বীপে সমুদ্রের নিচ দিয়ে অপটিক্যাল ফাইবার কেবল তারের সংযোগ পৌঁছে যাবে।
রাষ্ট্রপতি বলেন, ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন লাক্ষাদ্বীপে বিদ্যুৎ সরবরাহকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এক্ষেত্রে পরিবেশকে রক্ষা করার জন্য বিকল্প জ্বালানীর কথা ভাবতে হবে। এর মধ্য দিয়ে সারা বিশ্ব পরিবেশ বান্ধব এক উন্নয়নকে প্রত্যক্ষ করবে।
রাষ্ট্রপতির মূল ভাষণটি পড়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন।
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2023/mar/doc2023318173601.pdf
PG/CB/NS
(Release ID: 1908699)
Visitor Counter : 123