পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

এক সহযোগিতা চুক্তির পরিপ্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকা ১৭ ফেব্রুয়ারি ভারতকে ১২টি চিতা দিচ্ছে

Posted On: 17 FEB 2023 8:06PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩

 

ভারত থেকে বিলুপ্ত হয়ে যাওয়া চিতাকে পুনরায় ভারতের জঙ্গলে ফিরিয়ে দেওয়ার এক উদ্যোগ দক্ষিণ আফ্রিকা থেকে শুক্রবার ১২টি চিতা ভারতে আনা হচ্ছে। 

দক্ষিণ আফ্রিকার বন, মৎস্য ও পরিবেশ মন্ত্রকের এক প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে। এই চিতাগুলি গত সেপ্টেম্বর মাসে নামিবিয়া থেকে কুনো জাতীয় অভয়ারণ্যে আনা ৮টি চিতার সঙ্গে রাখা হবে। 

এ বছরের প্রথম দিকে ভারতে চিতা পুনরায় নিয়ে আসার বিষয়ে দক্ষিণ আফ্রিকা ও ভারত সরকারের মধ্যে সমঝোতা চুক্তি বা মউ স্বাক্ষরিত হয়। 

জৈব বৈচিত্র্য ও বাস্তুতন্ত্র রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ এক বিশেষ উদ্যোগ। এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী স্থানান্তরের মাধ্যমে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা চলছে। চিতার মতো এক বিশেষ প্রজাতির বন্যপ্রাণীর সংখ্যা বাড়াতে দক্ষিণ আফ্রিকা সক্রিয় ভূমিকা পালন করছে। 

ভারতে চিতার সংখ্যা পুনরায় বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে চলতি মাসে ১২টি চিতা আনার পর পরবর্তী ধাপে আগামী ৮-১০ বছরে প্রতি বছর ১২টি করে চিতা আনার পরিকল্পনা রয়েছে। 

সমগ্র বিশ্বে ১৯৭৫ সালে প্রাপ্ত বয়স্ক চিতার সংখ্যা ছিল ১৫ হাজার। বর্তমানে তা কমে ৭ হাজারে পৌঁছেছে। চিতার সংখ্যা বৃদ্ধির জন্যই দক্ষিণ আফ্রিকার পরিবেশ, বন ও মৎস্য মন্ত্রক প্রতি বছর ২৯টি চিতা রপ্তানীতে অনুমোদন দিয়েছে। 

 


PG/PM/SB




(Release ID: 1900467) Visitor Counter : 168


Read this release in: English , Urdu , Hindi