কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

জৈব সারের ব্যবহার

प्रविष्टि तिथि: 07 FEB 2023 5:14PM by PIB Kolkata

 

নয়াদিল্লি, ০৭ ফেব্রুয়ারি, ২০২৩

 

ইউরিয়া সারের পাশাপাশি জৈব সার ব্যবহার বাধ্যতামূলক করার কোনও প্রস্তাব এই মুহূর্তে নেই। তবে, সুসংহত পরিপোষক ব্যবস্থাপনা কৌশল এবং সব ধরনের শস্যের ক্ষেত্রে জৈব চাষে এ ধরনের সার ব্যবহারের সুপারিশ করা হয়ে থাকে। জৈব সারে কোনও পরিপোষক থাকে না। এখানে অণুজীবের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই অণুজীব মাটি এবং জলে না থাকা পরিপোষক তৈরি করে শস্যের বৃদ্ধি নিশ্চিত করে। ভারতীয় কৃষি গবেষণা পরিষদ সর্বভারতীয় এক প্রকল্পের আওতায় বিভিন্ন শস্যের জন্য আলাদা-আলাদা জৈব সার তৈরি করেছে। লক্ষ্য করা গেছে, জৈব সার ব্যবহার করলে ১০-২৫ শতাংশ বেশি শস্য উৎপাদিত হয়। রাসায়নিক সারের তুলনায় জৈব সার ব্যয় সাশ্রয়ী হয়। বর্তমানে ১১ ধরনের জৈব সার ব্যবহারের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ১৯৮৫ সালের সার নিয়ন্ত্রণ আদেশনামা অনুযায়ী, সংশ্লিষ্ট জৈব সারগুলির গুণমান নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে কৃষকদের কাছে ইউরিয়ার ভর্তুকি সরাসরি দেওয়ার কোনও প্রস্তাব সরকারের কাছে নেই।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর।

 

PG/CB/SB


(रिलीज़ आईडी: 1897094) आगंतुक पटल : 3154
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu