কৃষিমন্ত্রক
ভারতের সভাপতিত্বে জি-২০ গোষ্ঠীর কৃষি পরিকাঠামো তহবিল, মধ্যপ্রদেশ, ফার্ম গেট অ্যাপ এবং কৃষি ক্ষেত্রে মহিলা শিল্পোদ্যোগীদের অংশগ্রহণ সংক্রান্ত কর্মশিবির
Posted On:
02 FEB 2023 6:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ ফেব্রুয়ারি, ২০২৩
বিশ্ব জুড়ে কৃষি ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি করতে এবং কৃষি পরিকাঠামো তহবিল ও মধ্যপ্রদেশ ফার্ম গেট অ্যাপ সম্পর্কে স্বচ্ছ ধারণা গড়ে তুলতে ভারতের সভাপতিত্বে জি-২০ গোষ্ঠীর একটি কর্মশিবির ভোপালের নরনহা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মান্ডি পর্ষদের উদ্ভাবিত মধ্যপ্রদেশ ফার্ম গেট অ্যাপ সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন সংশ্লিষ্ট পর্ষদের মহানির্দেশক শ্রীমতী জি ভি রেশমী। রাজ্যের কৃষি মন্ত্রী শ্রী কমল প্যাটেল এক ভিডিও বার্তায় কৃষি পরিকাঠামো তহবিল এবং এই অ্যাপ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
মধ্যপ্রদেশে এ পর্যন্ত ২ হাজার ৭৫৩টি প্রকল্প মহিলা শিল্পোদ্যোগীরা পরিচালনা করছেন। অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যে কৃষি পরিকাঠামো তহবিল নিয়ে ভালো কাজ হচ্ছে। মধ্যপ্রদেশ সরকারের কৃষি দপ্তরের অতিরিক্ত প্রধান সচিব শ্রী অশোক ভার্নওয়াল বলেন, এই অ্যাপটি কৃষকদের উৎপাদিত পণ্য যাতে যথাযথ মূল্য পায়, তা নিশ্চিত করবে। কর্মশিবিরে প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন, এদের কৃষি পরিকাঠামো তহবিল, নাবার্ড, হটিকালচার, এইপিইডিএ সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে।
PG/CB/SB
(Release ID: 1896345)
Visitor Counter : 195