নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের অষ্টাদশ প্রতিষ্ঠা দিবসে বিশেষ ক্যুইজ প্রতিযোগিতা

Posted On: 12 JAN 2023 7:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ জানুয়ারি, ২০২৩


জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিষ্ঠা দিবস স্বামী বিবেকানন্দের জন্মদিন অর্থাৎ, ১২ জানুয়ারিতে। এই দিনটি দেশজুড়ে ‘জাতীয় যুব দিবস’ হিসেবে উদযাপিত হয়। এ বছর কমিশনের অষ্টাদশ প্রতিষ্ঠা দিবসে শিশুদের অধিকার রক্ষা সংক্রান্ত একটি প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় স্কুলের ছাত্রছাত্রী, যারা হস্টেলে থাকে, পথ শিশু এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা শিশুরা অনলাইনে বা অফলাইনে অংশ নিতে পারে। কমিশনের ওয়েবসাইট www.ncpcr.gov.in-এর মাধ্যমে ক্যুইজে অংশ নেওয়া যাবে।

এই ক্যুইজ প্রতিযোগিতায় বয়স অনুযায়ী কয়েকটি বিভাগ করা হয়েছে। অফলাইনে অংশ নেওয়ার পাশাপাশি অনলাইনে শিশুদের অধিকার সংক্রান্ত প্রতিযোগিতার প্রশ্ন https://ncpcr.gov.in/champions লিঙ্কে ক্লিক করে পাওয়া যাবে। পকসো আইন, শিশুশ্রম আইন, শিশু বিবাহ প্রতিরোধ আইন সহ বিভিন্ন আইনের বিষয়ে সচেতন করে তোলার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেসব ছাত্রছাত্রীদের অনলাইনের সুবিধা নেই তাদের জন্য স্কুলের প্রধান শিক্ষক অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের প্রশ্নাবলী সরবরাহের জন্য বলা হয়েছে। ছাত্রছাত্রীরা তাদের প্রশ্নের উত্তর দেওয়ার পর সেটি স্ক্যান করে লিঙ্কে আপলোড করতে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশ্নাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে তবে, অফলাইনে অংশগ্রহণকারীদের ২০ ফেব্রুয়ারির মধ্যে উত্তর আপলোড করতে হবে।

এই প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা একটি ডিজিটাল সার্টিফিকেট পাবে। এছাড়াও যে রাজ্যের শিশুরা সবথেকে বেশি প্রতিযোগিতায় অংশ নেবে, সেই রাজ্যকে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিশেষভাবে সম্বর্ধিত করা হবে। এই প্রতিযোগিতায় অধিক সংখ্যক শিশুর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, নবোদয় বিদ্যালয়, সিবিএসই, রাজ্য শিক্ষা পর্ষদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কমিশন চিঠি পাঠিয়েছে।

এই প্রতিযোগিতার সূচনা করে কমিশনের চেয়ারপার্সন শ্রী প্রিয়াঙ্ক কানুনগো জানান, দেশজুড়ে শিশুদের মধ্যে নিজেদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য তাঁরা এই প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করেছেন। দেশজুড়ে শিশু-বান্ধব পরিবেশ গড়ে তোলার মধ্য দিয়ে নতুন ভারত গড়ার যে উদ্যোগ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিয়েছেন, সেই প্রয়াসে সামিল হতে কমিশনের এই আয়োজন।

PG/CB/DM


(Release ID: 1890960) Visitor Counter : 385


Read this release in: English , Urdu , Hindi , Kannada