কেন্দ্রীয়মন্ত্রিসভা

কেন্দ্রীয় মন্ত্রিসভা বহু রাজ্য সমবায় সমিতি (এমএসসিএস) আইন ২০০২এর আওতায় জাতীয় স্তরে এক বহু রাজ্য সমবায় বীজ সমিতি স্থাপনের অনুমোদন দিয়েছে

Posted On: 11 JAN 2023 3:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ জানুয়ারি, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বহু রাজ্য সমবায় সমিতি (এমএসসিএস) আইন ২০০২এর আওতায় জাতীয় স্তরে এক বহু রাজ্য সমবায় বীজ সমিতি স্থাপনের অনুমোদন দিয়েছে। এই সমিতি বিশেষভাবে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ এবং জাতীয় বীজ নিগমের সহায়তায় সারা দেশে বিভিন্ন সমবায় সমিতির মাধ্যমে গুণগত মানসম্পন্ন বীজের উৎপাদন, ক্রয়, সংরক্ষণ, ব্র্যান্ডিং, লেভেলিং, প্যাকেজিং, মজুত, বিক্রয় এবং বিতরণের বিষয়ে কাজ করবে। স্থানীয় স্তরে বীজ সংরক্ষণে উৎসাহদানের প্রচেষ্টাকে বিকশিত করার জন্য এই সমবায় সমিতি একটি শীর্ষ স্থানীয় সংগঠন হিসেবে কাজ করবে।

প্রধানমন্ত্রী বলেছেন, এই সমবায় সমিতিগুলির ক্ষমতার যথাযথ ব্যবহারের জন্য যথাসম্ভব চেষ্টা চালাতে হবে এবং ‘সহকার সে সমৃদ্ধি’ এই দৃষ্টিকোন থেকে একে সফল করতে হবে। সমবায় সমিতিগুলি গ্রামীণ অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তনের চেষ্টা চালাবে।

প্রস্তাবিত এই সমিতি কৃষকদের বিভিন্ন ধরনের বীজ দিতে তাদের উৎপাদন ও বন্টন বাড়াতে সহায়ক হবে। গুণগতমান সম্পন্ন বীজ বেশি সংখ্যায় পাওয়া গেলে কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়বে, মজবুত হবে খাদ্য নিরাপত্তা এবং কৃষকদের আয় বাড়বে।

PG/PM/NS



(Release ID: 1890478) Visitor Counter : 130