বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং কলকাতায় ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ কেমিকেল বায়োলজি পরিদর্শন করেন

Posted On: 30 DEC 2022 4:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর, ২০২২

 

কেন্দ্রীয় বিজ্ঞান, প্রযুক্তি ও ভূ-বিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মী, জনঅভিযোগ, পেনশন, পারমাণবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং আজ কলকাতার বিখ্যাত বিজ্ঞান গবেষণাগার ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ কেমিকেল বায়োলজি (আইআইসিবি) পরিদর্শন করেন। ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের নির্দেশক ও উচ্চ পদস্থ আধিকারিকদের ডায়াবেটিস সহ স্বাস্থ্য ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার আহ্বান জানান।

ডাঃ সিং বলেন, ২০১৪ সাল থেকেই মোদী সরকারের আমলে স্বাস্থ্য পরিষেবাকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে এবং ভবিষ্যতের চাহিদা অনুযায়ী, ভারতীয় স্বাস্থ্য পরিষেবা গড়ে তুলতে গত আট বছরে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে এবং যে সমস্ত কারণের রোগের প্রাদুর্ভাব ঘটে, সেগুলি নির্মূল করে রোগ ও চিকিৎসাকে একসঙ্গেই নিরাময় ব্যবস্থা গ্রহণ করেছে। ডাঃ জিতেন্দ্র সিং বলেন, কেমিকেল বায়োলজি এক কথায় অনন্য, কারণ বিভিন্ন রোগের মূল কারণ নির্ণয় করে তার চিকিৎসা বিধানের ক্ষেত্রে এই প্রতিষ্ঠান উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে।

তিনি বলেন, এই প্রতিষ্ঠানের কলেরা রোগের ওরাল ভ্যাকসিন, গ্যাস্ট্রিক আলসার নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভেষজ দ্রব্য এবং পার্কিনসন রোগের শুরুতেই নির্ণয়ের যন্ত্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, সিএসআইআর – আইআইসিবি’র মূল ক্ষেত্র যদিও জৈব চিকিৎসা গবেষণা। তবে, গত আট বছরে বিভিন্ন লক্ষ্য-ভিত্তিক, যাতে করে বাণিজ্যিক ক্ষেত্রে এলাকাকে যাতে যথাযথভাবে কাজে লাগানো যায়, সেক্ষেত্রেও গবেষণা চালাচ্ছে। তিনি বলেন, সিএসআইআর – আইআইসিবি তৈরি হয়েছিল কালাজ্বর, মেলেরিয়া ও কলেরার মতো ছোঁয়াচে রোগের গবেষণার উদ্দেশ্যে। যদিও কালক্রমে এর গবেষণা ক্ষেত্র বিস্তৃত হয়েছে এবং জৈব চিকিৎসা গবেষণায় এই প্রতিষ্ঠান দৃষ্টান্ত স্থাপন করেছে। ক্যান্সার, ডায়াবেটিস প্রভৃতি রোগের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে এই প্রতিষ্ঠান সপ্রশংস উদ্যোগ নিয়েছে। করোনা অতিমারীর শুরু থেকেই এই প্রতিষ্ঠান উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। কোভিড পরীক্ষা থেকে শুরু করে জেনম সিকোয়েন্সিং এবং প্লাজমা থেরাপি পর্যন্ত চালিয়েছে। তিনি বলেন, আইআইসিবি-র বিজ্ঞানীরা সিএসআইআর – এর মিশন মোড প্রকল্পে ওষুধ প্রস্তুত করছে।

ভারতে এই গবেষণা প্রতিষ্ঠান চিকিৎসা গবেষণা ক্ষেত্রে প্রথমে অসরকারি প্রতিষ্ঠান ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর, মদন মোহন মালব্য, স্যর সি ভি রমণ, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, ডাঃ নীলরতন সরকার এবং ডাঃ বিধান চন্দ্র রায়ের মতো বরেণ্য ব্যক্তিদের কাছ থেকে এই প্রতিষ্ঠান প্রভূত সাহায্য পেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর জনগণের উদ্দেশে বলেছিলেন, চিকিৎসা গবেষণায় স্থাপিত এই প্রতিষ্ঠান জনসাধারণের সাহায্য-নির্ভর। দেশবাসীকে তিনি এই প্রতিষ্ঠানের সাহায্যে এগিয়ে আসতে।

সিএসআইআর – আইআইসিবি’র বর্তমানে দুটি ক্যাম্পাস রয়েছে। মূল ক্যাম্পাসটি হ’ল যাদবপুরে এবং দ্বিতীয়টি সল্টলেকে। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে সল্টলেক ক্যাম্পাসটি নির্মিত হয়েছিল।

 

PG/AB/SB


(Release ID: 1887630) Visitor Counter : 175
Read this release in: English , Urdu , Hindi , Telugu