পরমাণুশক্তিদপ্তর
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র বলেছেন কুড়ানকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি ১ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চারটি ইউনিটের কাজ শেষ হবে ২০২৭-এ

Posted On: 08 DEC 2022 1:54PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর ২০২২

 

কেন্দ্রীয় বিজ্ঞান, প্রযুক্তি, ভূ-বিজ্ঞান দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মীবর্গ, জন-অভিযোগ, পেনশন, পরমাণু শক্তি এবং মহাকাশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেছেন, বর্তমানে কুড়ানকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি ১ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ এবং ২ নম্বর ইউনিট দুটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। বাকি প্রতিটি ১ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চারটি ইউনিট তৈরি করা হচ্ছে। সম্পূর্ণ হওয়ার পর ২০২৭-এর মধ্যে কুড়ানকুলামের পূর্ণ ক্ষমতা ৬ হাজার মেগাওয়াট হবে বলে আশা করা হচ্ছে।

রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে বিবৃতি দিয়ে৮ ডঃ জিতেন্দ্র সিং বলেন, কুড়ানকুলামের প্রস্তাবিত ক্ষমতা ৬ হাজার মেগাওয়াট, যার মধ্যে আছে ছয়টি পরমাণু চুল্লি যার প্রতিটি ১ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। প্রথম দুটি ইউনিট অর্থাৎ, কেকেএনপিপি-১ এবং ২ (২ x ১০০০ মেগাওয়াট) কাজ শুরু করেছে। বাকি চারটি অর্থাৎ কেকেএনপিপি-৩ এবং ৪ (২ x ১০০০ মেগাওয়াট) এবং কেকেএনপিপি-৫ ও ৬ (২ x ১০০০ মেগাওয়াট) নির্মাণাধীন।

পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত শক্তি (কুড়ানকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সহ) বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে সময়ে সময়ে বরাদ্দ করে থাকে শক্তি মন্ত্রক। কেরলে কেকেএনপিপি-১ এবং ২ থেকে নিয়মিত ২৬৬ মেগাওয়াট বরাদ্দ করা হয় বরাদ্দ বহির্ভূত সংস্থান ছাড়াও। বর্তমানে কেরল কেকেএনপিপি-১ থেকে বরাদ্দকৃত এবং বরাদ্দ বহির্ভূত হিসেবে ১৩.৪৮ শতাংশ বিদ্যুৎ পেয়ে থাকে। নির্মীয়মান বিদ্যুৎ কেন্দ্রগুলি অর্থাৎ, কেকেএনপিপি-৩ ও ৪ এবং কেকেএনপিপি-৫ ও ৬ থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে তা বরাদ্দের বিষয়ে শক্তি মন্ত্রক পরে সিদ্ধান্ত নেবে এবং যথাসময়ে জানিয়ে দেবে।

 
PG/AP/DM/


(Release ID: 1881887) Visitor Counter : 136


Read this release in: English , Gujarati , Tamil , Telugu