শিল্পওবাণিজ্যমন্ত্রক
দেশে বার্ষিক মুদ্রাস্ফীতির হার হ্রাস পেয়েছে উল্লেখযোগ্যভাবে
সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতির হার ছিল ১০.৭০ শতাংশ, অক্টোবরে তা নেমে এসেছে ৮.৩৯ শতাংশে
प्रविष्टि तिथि:
14 NOV 2022 12:57PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ নভেম্বর, ২০২২
দেশে মুদ্রাস্ফীতির বার্ষিক হার সেপ্টেম্বর ২০২২ – এর তুলনায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে অক্টোবর ২০২২ – এ। এ বছর সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতির হার যেখানে ছিল ১০.৭০ শতাংশ, অক্টোবরে তা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৮.৩৯ শতাংশে। সর্বভারতীয় পাইকারি মূল্য সূচকের নিরিখে মুদ্রাস্ফীতির এই হার পরিলক্ষিত হয়েছে। মূলত, খনিজ তেল, সাধারণ ধাতু ও ধাতু নির্মিত উৎপাদন, বস্ত্র, অন্যান্য অধাতু থেকে উৎপাদিত খনিজ পদার্থ ও খনিজ উৎপাদনের মূল্য হ্রাসের কারণে মুদ্রাস্ফীতির হার কমে আসার প্রবণতা লক্ষ্য করা গেছে।
অক্টোবর মাসে পাইকারি মূল্য সূচক ছিল ০.২৬ শতাংশ। গত ছয় মাসে প্রাপ্ত তথ্যানুযায়ী এ বছর মে মাসে পাইকারি মূল্য সূচক ছিল ১.৭৭ শতাংশ। আলোচ্য বছরের সেপ্টেম্বরের পূর্ববর্তী তিন মাসে অর্থাৎ জুন, জুলাই ও অগাস্টে সূচক পরিলক্ষিত হয়, যথাক্রমে ০.২৬, -০.৯ ও -০.৫২ শতাংশ। অন্যদিকে, এ বছর সেপ্টেম্বর মাসে পাইকারি মূল্য সূচকের হার ছিল -০.৭২।
PG/SKD/SB
(रिलीज़ आईडी: 1875840)
आगंतुक पटल : 163