কেন্দ্রীয়লোকসেবাআয়োগ

২০২২এর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ন্যাভাল অ্যাকাডেমির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

Posted On: 20 SEP 2022 1:31PM by PIB Kolkata

 

নয়াদিল্লি, ২০  সেপ্টেম্বর, ২০২২

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন চৌঠা সেপ্টেম্বর ২০২২এর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ন্যাভাল অ্যাকাডেমির জন্য লিখিত পরীক্ষা নিয়েছে। এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের রোল নম্বর দেওয়া হয়েছে। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ১৫০তম পাঠক্রম এবং ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমির ১১২তম পাঠক্রম ২০২৩এর দোসরা জুলাই শুরু হবে। এই পাঠক্রমের জন্য মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। লিখিত পরীক্ষার ফলাফল কমিশনের ওয়েবসাইট www.upsc.gov.in.-এ পাওয়া যাবে।

লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের তালিকাটি শর্তসাপেক্ষ- প্রভিশনাল। পরীক্ষার্থীদের ভারতীয় সেনাবাহিনীর নিয়োগ সংক্রান্ত joinindianarmy.nic.in ওয়েবসাইটে নাম নিবন্ধন করতে হবে। এরপর প্রতিরক্ষা মন্ত্রকের সার্ভিস সিলিকশন বোর্ড বা এসএসবি মৌখিক পরীক্ষার স্থান নির্ধারণ করবে, যা পরীক্ষার্থীদের নিবন্ধীকৃত ই-মেলে জানানো হবে। কোনো পরীক্ষার্থী যদি আগেই ওয়েবসাইটে নাম নিবন্ধীকরণ করেন সেক্ষেত্রে তাদের আর নতুন করে নাম নিবন্ধনের প্রয়োজন নেই। এ বিষয়ে কোনো সমস্যা দেখা দিলে  dir-recruiting6-mod[at]nic[dot]in.- ই-মেল ঠিকানায় চিঠি পাঠানো যাবে।

সফল পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার জন্য এসএসবি-র কাছে বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রামান্য নথি জমা দিতে হবে। পরীক্ষার্থীদের মূল নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। এ বিষয়ে আরও কিছু জানার থাকলে  011-23385271/011-23381125/011-23098543- নাম্বারগুলিতে সকাল ১০-৫ পর্যন্ত যে কোনো কাজের দিনে ফোন করা যাবে। এ ছাড়াও এসএসবি-র মৌখিক পরীক্ষায় বসার আগে চাকুরি প্রার্থীরা সেনাবাহিনীতে যোগ দিতে চাইলে  011-26175473 নাম্বারে ফোন করে অথবা  joinindianarmy.nic.in পোর্টালে তাদের প্রথম পছন্দের বিষয়টি জানাতে পারেন। নৌবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক প্রার্থীরা 011-23010097/ ফোন করে অথবা  officer-navy[at]nic[dot]in মেল করে বা  joinindiannavy.gov.in পোর্টালে বিষয়টি জানাতে পারেন। বিমান বাহিনীতে যাঁদের আগ্রহ তাঁরা 011-23010231 নাম্বারের এক্সটেনশন 7645/7646/7610 এ ফোন করে অথবা  www.careerindianairforce.cdac.in পোর্টালে বিষয়টি জানাতে পারেন।

এসএসবি-র মৌখিক পরীক্ষা শেষে কমিশনের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর ওয়েবসাইটে মার্কশিট আপলোড করা থাকবে, যা ৩০ দিন পর্যন্ত দেখা যাবে।

লিখিত পরীক্ষার ফলাফল দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/sep/doc2022920106401.pdf

PG/ CB/NS



(Release ID: 1860938) Visitor Counter : 111