অর্থমন্ত্রক
ডিআরআই হরিয়ানার আইসিডি পালওয়াল থেকে ৬ কোটি টাকা মূল্যের ১০,২৩০ কেজি লাল চন্দন বাজেয়াপ্ত করেছে
Posted On:
19 SEP 2022 8:49PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর, ২০২২
দেশের সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে ডায়রেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) ১৬ সেপ্টেম্বর এক অভিযানে ১০,২৩০ মেট্রিক টন লাল চন্দন বাজেয়াপ্ত করেছে। আন্তর্জাতিক বাজারে যার মূল্য আনুমানিক ৬ কোটি টাকা। এগুলি সিঙ্গাপুরে রপ্তানির জন্য রাখা হয়েছিল।
ডিআরআই-এর আধিকারিকরা গোপন সূত্রে খবরের ভিত্তিতে হরিয়ানার আইসিডি পালওয়াল থেকে একটি কন্টেনারের ভেতর রাখা এই লাল চন্দনগুলি বাজেয়াপ্ত করে।
শুল্ক বিভাগের আধিকারিকদের সঙ্গে একযোগে অভিযান চালিয়ে ডিআরআই-এর আধিকারিকরা ১০,২৩০ মেট্রিক টন লাল চন্দন বাজেয়াপ্ত করেন। এই কন্টেনারটিকে নয়ডার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ডিআরআই-এর আধিকারিকরা এই কন্টেনারের সঙ্গে থাকা সব নথিপত্র জাল বলে প্রমাণ পান। এরপরই সেটিকে বাজেয়াপ্ত করা হয় ও উদ্ধার হয় বিপুল পরিমাণ লাল চন্দন। তদন্তের পরবর্তী ধাপ চলছে।
ডিআরআই ২০২১-এর নভেম্বর মাসের পর থেকে এখনও পর্যন্ত ১১টি অভিযানে ১১০.২৬ মেট্রিক টন লাল চন্দন বাজেয়াপ্ত করেছে। দেশের সমৃদ্ধশালী প্রাকৃতিক সম্পদকে অপব্যবহার করে যারা অর্থনৈতিক ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে ডিআরআই-এর অবিরাম অভিযান চলবে।
PG/PM/DM
(Release ID: 1860932)
Visitor Counter : 114