আইনওবিচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রেস বিবৃতি

Posted On: 28 AUG 2022 11:03AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ অগাস্ট, ২০২২

 

রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের ২২৪ নম্বর ধারার ১ নম্বর উপধারাবলে ৯ জনকে কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত করেছেন। প্রধান বিচারপতির পরামর্শ অনুসারে এঁদের কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ করেছেন। এঁরা হলেন - বিশ্বরূপ চৌধুরী, পার্থসারথী সেন, প্রসেনজিৎ বিশ্বাস, উদয় কুমার, অজয় কুমার গুপ্ত, সুপ্রতীম ভট্টাচার্য, পার্থসারথী চট্টোপাধ্যায়, অপূর্ব সিনহা রায় এবং মহম্মদ সব্বর রশিদি।

এক প্রেস বিবৃতিতে এখবর জানিয়েছে, আইন ও বিচার মন্ত্রকের বিচার বিভাগের নিয়োগ সংক্রান্ত শাখা।

 

PG/PM/SB


(Release ID: 1855096) Visitor Counter : 129


Read this release in: English , Urdu , Hindi , Manipuri