কোম্পানিবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

কোম্পানী বিষয়ক মন্ত্রক ২০২০র জাতীয় সিএসআর পুরস্কার বিজেতাদের নাম ঘোষণা করেছে

Posted On: 18 AUG 2022 4:51PM by PIB Kolkata

 

নয়াদিল্লি, ১৮  আগস্ট, ২০২২

ভারত সরকারের কোম্পানী বিষয়ক মন্ত্রকের বার্ষিক ন্যাশনাল কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর)পুরস্কার ঘোষিত হয়েছে। সার্বিক অবদানের ক্ষেত্রে যে সমস্ত কোম্পানী সামাজিক দায়িত্ব পালনে ১০০ কোটি টাকা বা তার বেশি খরচ করেছে তাদের মধ্যে জয়ী হয়েছে এইচপিসিএল। উল্লেখযোগ্য নাম হিসেবে বিবেচিত হয়েছে এইচডিএফসিএল।

যে সমস্ত কোম্পানী ১০ কোটি বা তার বেশি কিন্তু ১০০ কোটির কম খরচ করেছে সেই বিভাগে বিজয়ী হয়েছে টাটা স্টিল লিমিটেড। উল্লেখযোগ্য নাম হিসেবে বিবেচিত হয়েছে টেক মাহিন্দ্রা লিমিটেড।

যে সমস্ত কোম্পানী ১ কোটি বা তার বেশি অথচ ১০ কোটির কম খরচ করেছে সেই বিভাগ বিজয়ী হয়েছে ক্রিসিল লিমিটেড। উল্লেখযোগ্য নাম হিসেবে বিবেচিত হয়েছে হানিওয়েল অটোমেশন ইন্ডিয়া লিমিটেড।

যে সমস্ত কোম্পানী ১ কোটির কম খরচ করেছে সেই বিভাগে এমএসএমই সংস্থা উইঙ্গিফাই সফ্টওয়্যার প্রাইভেট লিমিটেড। উল্লেখযোগ্য নাম হিসেবে বিবেচিত হয়েছে টাটা মোটরস ফিনান্স লিমিটেড।

প্রত্যাশামূলক জেলা এবং দুর্গম অঞ্চলে সামাজিক কাজের জন্য উত্তর ভারতে বিজয়ী হয়েছে আইটিসি লিমিটেড। উল্লেখযোগ্য নাম হিসেবে বিবেচিত হয়েছে ইন্ডিয়ান অয়েল।

উত্তরপূর্ব ভারতে বিজয়ী হয়েছে নর্থ ইস্টার্ন ইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড (এনইপিসি)। উল্লেখযোগ্য নাম হিসেবে বিবেচিত হয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড।

পূর্ব ভারতে বিজয়ী হয়েছে জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড। উল্লেখযোগ্য নাম হিসেবে বিবেচিত হয়েছে ন্যালকো।

পশ্চিম ভারতে বিজয়ী হয়েছে টাটা কমিউনিকেশনস। উল্লেখযোগ্য নাম হিসেবে বিবেচিত হয়েছে জে কে লক্ষ্মী সিমেন্ট।

দক্ষিণ ভারতে এমএসএমই সংস্থা অ্যাভানটেল লিমিটেড বিজয়ী হয়েছে। উল্লেখযোগ্য নাম হিসেবে বিবেচিত হয়েছে অশোক লেল্যান্ড।

পুরস্কারের তৃতীয় শ্রেণীতে জাতীয় অগ্রাধিকার ক্ষেত্রে শিক্ষা বিভাগে বিজয়ী হয়েছে টাটা স্টিল। উল্লেখযোগ্য নাম হিসেবে বিবেচিত হয়েছে বি এম ডাব্লু ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।

দক্ষতা উন্নয়ন এবং জীবিকা বিভাগে বিজয়ী হয়েছে টেক মাহিন্দ্রা। উল্লেখযোগ্য নাম হিসেবে বিবেচিত হয়েছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড।

কৃষি ও গ্রামোন্নয়ন বিভাগে বিজয়ী হয়েছে মহানদী কোলফিল্ডস লিমিটেড।

স্বাস্থ্য, নিরাপদ পানীয় জল এবং পরিচ্ছন্নতা বিভাগে বিজয়ী হয়েছে হিরো মোটোকর্প লিমিটেড। উল্লেখযোগ্য নাম হিসেবে বিবেচিত হয়েছে হিন্দুস্থান পেট্রোলিয়াম।

পরিবেশ, দীর্ঘস্থায়ী উন্নয়ন এবং সৌরশক্তি বিভাগে বিজয়ী হয়েছে ওএনজিসি। উল্লেখযোগ্য নাম হিসেবে বিবেচিত হয়েছে বাজাজ অটো লিমিটেড।

মহিলা, শিশু উন্নয়ন বিভাগে বিজয়ী হয়েছে গোডরেজ অ্যান্ড বয়েস ম্যানুফ্যাকচারিং কোম্পানী লিমিটেড। উল্লেখযোগ্য নাম হিসেবে বিবেচিত হয়েছে মহানদী কোলফিল্ডস লিমিটেড।

প্রযুক্তি উদ্ভাবন বিভাগে বিজয়ী হয়েছে এইচডিএফসিএল।

ক্রীড়া প্রসারে বিজয়ী হয়েছে সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড। উল্লেখযোগ্য নাম হিসেবে বিবেচিত হয়েছে আদিত্য বিড়লা ইন্সিওরেন্স ব্রোকার্স লিমিটেড।

বস্তি এলাকা উন্নয়ন বিভাগে বিজয়ী হয়েছে এইচসিএল টেকনোলজিস লিমিটেড।

ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতি বিভাগে বিজয়ী হয়েছে এমএসএমই সংস্থা এলিন অ্যাপ্লায়েন্সেস। উল্লেখযোগ্য নাম হিসেবে বিবেচিত হয়েছে হিন্দুস্থান জিঙ্ক।

অন্যভাবে সক্ষমদের সহায়তা বিভাগে বিজয়ী হয়েছে জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড। উল্লেখযোগ্য নাম হিসেবে বিবেচিত হয়েছে এডিপি প্রাইভেট লিমিটেড।

যেসব কোম্পানী তাদের উদ্ভাবন এবং দীর্ঘস্থায়ী সিএসআর উদ্যোগের মাধ্যমে সমাজের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে তাদের স্বীকৃতি দিতেই এই পুরস্কার। এই পুরস্কার ভারত সরকারের সর্বোচ্চ জাতীয় স্তরের স্বীকৃতি স্বরূপ।

২০২০র জাতীয় সিএসআর পুরস্কারে কোভিড-১৯ অতিমারীর সময়ে তিনটি পর্যায়ে প্রক্রিয়া চালানো হয়েছিল। কোম্পানীগুলির আবেদনপত্র এবং সিএসআর বিশেষজ্ঞদের স্বাধীন সমীক্ষা ও প্রধান বিচারকদের রিপোর্টের ওপর ভিত্তি করে পুরস্কারের তিনটি শ্রেণীতে ২০টি পুরস্কার বিজেতা এবং সান্মানিক উল্লেখযোগ্য ১৭টি নাম মনোনীত হয়েছে।

PG/AP/NS


(Release ID: 1852942) Visitor Counter : 217


Read this release in: English , Urdu , Hindi , Marathi