ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
azadi ka amrit mahotsav

খাদির জন্য উৎকর্ষ কেন্দ্র

प्रविष्टि तिथि: 04 AUG 2022 1:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪  আগস্ট, ২০২২

ভারত সরকার, খাদি এবং গ্রামীণ শিল্প কমিশনের মাধ্যমে খাদির জন্য উৎকর্ষ কেন্দ্র গড়ে তুলছে। এতে কারিগরি সহায়তা দেবে ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফ্যাশন টেকনোলজি। নতুন দিল্লিতে এর প্রধান কেন্দ্রটি হবে। এছাড়া অন্য চারটি কেন্দ্র হবে কলকাতা, গান্ধীনগর, শিলং ও ব্যাঙ্গালুরুতে। খাদি সামগ্রীকে ভারত ও বিশ্বের বাজারে আরও ভালোভাবে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রকল্পের মূল লক্ষ্য হল

১. নতুন ধরনের কাপড় বা সামগ্রী ঋতু অনুযায়ী বা চলতি ফ্যাশন অনুযায়ী রঙের ওপর তৈরি করা

২. ঘরোয়া ও বিশ্ব বাজারের জন্য খাদি বস্ত্রের মানোন্নয়ন

৩. নতুন খাদি বস্ত্র ও সামগ্রী আরও আকর্ষণীয় করে তুলে তার প্রচার করা

৪. নতুন খাদি পণ্যের জন্য দৃষ্টি আকর্ষক প্যাকেটজাতকরণের ব্যবস্থা করা

৫. খাদি ফ্যাশন শো ও প্রদর্শনীর মাধ্যমে খাদির সামগ্রী বিশ্ব বাজারে চাহিদা বাড়ানো

মন্ত্রক এই খাদি উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার জন্য ২০ কোটি টাকা মঞ্জুর করেছে যার মধ্যে ১৫ কোটি টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে।

লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান ক্ষুদ্র অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন প্রতিমন্ত্রী শ্রী ভানু প্রতাপ সিং ভার্মা।

PG/PM/NS


(रिलीज़ आईडी: 1848421) आगंतुक पटल : 152
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Telugu