প্রতিরক্ষামন্ত্রক

সীমান্ত এলাকাগুলিতে সকল আবহাওয়ার উপযোগী সড়ক নির্মাণ প্রসঙ্গে বিবৃতি রাজ্যসভায়

Posted On: 25 JUL 2022 3:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ জুলাই, ২০২২

দেশের সীমান্ত এলাকাগুলিতে সকল আবহাওয়ার উপযোগী সড়ক নির্মাণ সম্পর্কিত এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট জানান যে ভারত-চিন সীমান্ত এলাকায় গত পাঁচ বছরে ১৫৪৭৭ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে সড়ক নির্মিত হয়েছে ২০৮৮.৫৭ কিলোমিটার। অন্যদিকে, ভারত-পাকিস্তান সীমান্ত অঞ্চলে ৪২৪২ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ১৩৩৬.০৯ কিলোমিটার দীর্ঘ সড়ক। ভারত-মায়ানমার সীমান্ত অঞ্চলে ১৫১.১৫ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মিত হয়েছে ৮৮২ কোটি ৫২ লক্ষ টাকায়। অন্যদিকে, ১৬৫ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে ১৯.২৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সড়ক নির্মিত হয়েছে ভারত-বাংলাদেশ বরাবর। অর্থাৎ, গত পাঁচ বছরে মোট ২০৭৬৭ কোটি ৪১ লক্ষ টাকা ব্যয়ে সকল আবহাওয়ার উপযোগী সীমান্ত সড়ক নির্মাণ করা হয়েছে ৩৫৯৫.০৬ কিলোমিটার।

 
PG/SKD/DM



(Release ID: 1844708) Visitor Counter : 117


Read this release in: English , Urdu , Marathi