শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

মাতৃত্বকালীন সুবিধা (সংশোধন) আইন, ২০১৭’র আওতায় মাতৃত্বকালীন সুবিধা

Posted On: 21 JUL 2022 2:46PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ জুলাই, ২০২২

১৯৬১ সালের মাতৃত্বকালীন সুবিধা আইন সংশোধন করে তৈরি হয়েছে মাতৃত্বকালীন সুবিধা (সংশোধন) আইন, ২০১৭। এই আইনের আওতায় মহিলা কর্মীদের সবেতন মাতৃত্বকালীন ছুটি ও দপ্তরের সঙ্গে লাগোয়া ক্রেশ-এর সুবিধাদানের কথা বলা হয়েছে। এই আইন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। এমনকি, খনি, কারখানা ও নির্মাণ স্থলে কর্মরতা মহিলাদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য।

এমপ্লয়ীজ স্টেট ইন্স্যুরেন্স (ইএসআই) আইন, ১৯৪৮-এর আওতাধীন মহিলা কর্মীদের ক্ষেত্রেও এই মাতৃত্বকালীন সুবিধা দেওয়া হয়। মাতৃত্বকালীন সুবিধা আইনের আওতাধীন মাতৃত্বকালীন সুবিধা পাবার যোগ্য প্রত্যেক মহিলা এই আইনের আওতাতেও আসবেন, যতক্ষণ পর্যন্ত না তিনি ইএসআই আইন, ১৯৪৮-এর আওতায় মাতৃত্বকালীন সুবিধা দাবি করেন।

ইএসআই আইন, ১৯৪৮-এর আওতায় ২০১৯-২০, ২০২০-২১ এবং ২০২১-২২ – এর মাতৃত্বকালীন সুবিধা পেয়েছেন, এমন মহিলাদের সংখ্যা –

বছর

সংখ্যা

 

২০১৯-২০

৪৯২০০

২০২০-২১

৪৬৩২৭

২০২১-২২

৪৫৬১০

 

 PG/SC/SB



(Release ID: 1843786) Visitor Counter : 977


Read this release in: English , Urdu , Tamil