প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

জাতিকে ৩৫ বছর ধরে গৌরবজ্জ্বল সেবা প্রদানের পর আইএনএস সিন্ধুধ্বজের অবসর

Posted On: 17 JUL 2022 3:02PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৭ জুলাই, ২০২২

দীর্ঘ ৩৫ বছর ধরে সেবা করার পর ১৬ জুলাই ভারতীয় নৌবাহিনীর ডুবোজাহাজ আইএনএস সিন্ধুধ্বজ বাহিনীকে বিদায় জানালো। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান ভাইস অ্যাডমিরাল বিশ্বজিৎ দাশগুপ্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাহিনীর প্রাক্তন আধিকারিকরাও অংশগ্রহণ করেন।

হাঙর আকৃতির ধূসর বর্ণের এই ডুবোজাহাজ নৌবাহিনীর আত্মনির্ভরতার প্রতীক এবং গুরুত্বপূর্ণ অংশীদার ছিল। রাশিয়ার তৈরি সিন্ধুঘোষ শ্রেণীর ডুবোজাহাজগুলির সমতুল- দেশীয় প্রযুক্তিতে নির্মিত সিন্ধুধ্বজে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগ রক্ষা, দিক নির্দেশনা ব্যবস্থা, টর্পেডো অগ্নি নিয়ন্ত্রক ব্যবস্থাপনা সহ নানা সুযোগ-সুবিধা ছিল।

এই ডুবোজাহাজটি সফলভাবে গভীর সমুদ্রে ত্রাণ কাজ পরিচালনা করেছে। প্রধানমন্ত্রী উদ্ভাবনের জন্য একমাত্র এই ডুবোজাহাজটিকেই সিএনএস রোলিং ট্রফিতে পুরস্কৃত করেছেন। ৩৫ বছরে এক গৌরবোজ্জ্বল অধ্যায় অতিবাহিত করার পর সূর্যাস্তের সময় চিরাচরিত প্রথা অনুযায়ী আইএনএস সিন্দুধ্বজ নৌবাহিনী থেকে চির বিদায় নিল।

PG/CB/NS


(Release ID: 1842673) Visitor Counter : 175