জলশক্তি মন্ত্রক
জল জীবন মিশনের আওতায় ৩৫ মাসে ৬ কোটি ৫৬ লক্ষেরও বেশি নতুন নলবাহিত জল সংযোগ দেওয়া হয়েছে
Posted On:
15 JUL 2022 10:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ জুলাই, ২০২২
আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে জনগণের মধ্যে প্রধান ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির বিষয়ে সচেতনতা বাড়াতে MyGov, ‘সবকা বিকাশ’ মহাক্যুইজ সিরিজের আয়োজন করেছে। জল জীবন মিশনের উপর ভিত্তি করে এই সিরিজের চতুর্থ ক্যুইজটি রয়েছে।
অনলাইন ক্যুইজটি শুরু হয়েছে পয়লা জুলাই, চলবে ২০ জুলাই, ২০২২ পর্যন্ত। যে কেউ এতে অংশ নিতে পারবেন। ক্লিক করতে হবে এই লিঙ্কে – https://quiz.mygov.in/quiz/sabka-vikas-mahaquiz/। ১০টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ২০০ সেকেন্ড সময় নির্ধারিত রয়েছে। রাজ্য-ভিত্তিক প্রশ্নগুলি ১২টি আঞ্চলিক ভাষায় - ইংরাজী, হিন্দি, অসমিয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, মালয়ালম, মারাঠী, ওড়িয়া, পাঞ্জাবী, তামিল ও তেলেগু-তে দেওয়া আছে। অংশগ্রহণকারীরা নগদ পুরস্কার জিততে পারবেন।
এই ক্যুইজে জল জীবন মিশনের ‘হর ঘর জল’ কর্মসূচির নিরাপদ পরিশ্রুত পানীয় জলের উপকারিতা এবং কিভাবে এই কর্মসূচির সুবিধা পাওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া আছে। জল জীবন মিশন সারা দেশের জনগণ, সুবিধাভোগী এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের জল সম্বন্ধে তাঁদের জ্ঞান যাচাইয়ের জন্য এই ক্যুইজে অংশ নিতে বলেছে। সবচেয়ে বেশি নম্বর পাওয়া ১ হাজার জন ২ হাজার টাকা করে নগদ পুরস্কার পাবেন।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালের ১৫ অগাস্ট লালকেল্লার প্রাকার থেকে জল জীবন মিশনের কথা ঘোষণা করেছিলেন। ২০২৪ সালের মধ্যে প্রতিটি গ্রামীণ বাড়িতে নলকূপের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে অংশীদারিত্বে জল জীবন মিশন রূপায়িত হয়েছে।
২০১৯ সালের ১৫ অগাস্ট পর্যন্ত ১৮ কোটি ৯৩ লক্ষ গ্রামীণ বাড়ির মধ্যে মাত্র ৩ কোটি ২৩ লক্ষ বাড়িতে নলবাহিত পানীয় জলের সংযোগ ছিল। বাকি ১৫ কোটি ৭০ লক্ষ পরিবার তাদের দৈনিক জলের চাহিদা পূরণের জন্য নদী, কুঁয়ো বা পুকুরের উপর নির্ভরশীল থাকতো।
জল জীবন মিশন ৩৫ মাসে ৬ কোটি ৫৬ লক্ষ নতুন নলবাহিত জলের সংযোগ দিয়েছে। বর্তমানে দেশের গ্রামাঞ্চলে ৫১ শতাংশেরও বেশি মানুষ পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন। জল জীবন মিশন সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য অ্যানড্রয়েড ফোনে এই মোবাইল অ্যাপটি ডাউনলোড করা যেতে পারে। এর লিঙ্কটি হ’ল - https://play.google.com/store/apps/details?id=com.dhwaniris.jjm এবং জল জীবন মিশনের ওয়েবসাইটটি হ’ল - https://jaljeevanmission.gov.in/ .
PG/PM/SB
(Release ID: 1842089)
Visitor Counter : 178