নির্বাচনকমিশন

নির্বাচন প্রক্রিয়া কঠোরভাবে মেনে চলাই নির্বাচন কমিশনের অন্যতম বৈশিষ্ট্য : মুখ্য নির্বাচন কমিশনার

Posted On: 12 JUL 2022 3:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২  জুলাই, ২০২২
 
ভারতের নির্বাচন কমিশন আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি ও কেন্দ্রশাসিত পন্ডিচেরী সহ রাজ্য বিধানসভা সচিবালয়গুলিকে নির্দিষ্ট ব্যালট বক্স, ব্যালট পেপার, বিশেষ কলম ও সিল করা নির্বাচনী সামগ্রীর বন্টন ও প্রেরণ আজ থেকে শুরু করেছে। নতুন দিল্লির নির্বাচন সদন থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ও নিরাপদে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্বাচনী সামগ্রী পাঠানোর দু’দিন ব্যাপি এই প্রক্রিয়ার তত্ত্বাবধান করছেন মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার শ্রী অনুপ চন্দ্র পান্ডে।
 
নির্বাচন কমিশন দিল্লিতে কমিশনের সদর দপ্তর থেকে সহকারী নির্বাচনী আধিকারিকদের (এআরও) নির্বাচনী-সামগ্রী সংগ্রহের নির্দেশ দিয়ে থাকে। এরমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের একজন উচ্চপদস্থ আধিকারিকও থাকেন। এই আধিকারিকরা দিল্লি পৌঁছালে তাঁদের দিল্লি বিমান বন্দরের সহায়তা কেন্দ্রে ভারতের নির্বাচন কমিশন, অসামরিক বিমান পরিবহন, দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) আধিকারিকদের পক্ষ থেকে সাহায্য করা হয়। নির্বাচন সদনে খুঁটিনাটি পরীক্ষা করে দেখার পর যাবতীয় নিরাপত্তা বিধি মেনে ব্যালট বক্স সহ অন্যান্য নির্বাচনী সামগ্রীগুলি এআরও-দের হাতে তুলে দেওয়া হয়। নির্বাচন-সামগ্রী সংগ্রহ করতে আসার সময় এআরও-দের দিল্লি পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়। যাবতীয় নির্বাচনী-সামগ্রী সংগ্রহের পর এআরও-রা সেই দিনেই নিজ নিজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ফিরে যান। বিমানে ব্যালট বাক্সগুলি নিয়ে যাওয়ার জন্য পৃথক টিকিটের বন্দোবস্ত করা হয়। এমনকি এই ব্যালট বাক্সগুলি আধিকারিকের আসনের ঠিক পাশেই রাখা হয়, যাতে তিনি সর্বদায় নজর রাখতে পারেন। 
 
সহকারী নির্বাচনী আধিকারিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার জোর দিয়ে বলেন, ত্রুটিমুক্ত নির্বাচন আয়োজনে যাবতীয় বিধি কঠোরভাবে মেনে চলা কমিশনের অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে। তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনার জন্য কমিশনের দৃঢ়তার ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশাবলী এবং আদর্শ কার্য-পরিচালন পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যালট বক্স ও ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রীগুলির পরিবহন ও তা নিরাপদে রাখার জন্য তিনি আধিকারিকদের সদা সতর্কতা অবলম্বন এবং যাবতীয় বিধি-নিষেধ কঠোরভাবে মেনে চলার কথা বলেন। 
 
ব্যালট বক্স সহ আধিকারিকরা রাজ্য রাজধানীতে পৌঁছালে সেগুলি আগে থেকেই নির্দিষ্ট ও যথাযথভাবে সিল করা স্ট্রং রুমে ভিডিও নজরদারির আওতায় রাখা হয়। একইভাবে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ব্যালট পেপারগুলিও সেখানে সিল করে রাখা হয়। ভোটদান প্রক্রিয়া শেষ হলেই সিল করা ব্যালট বাক্স ও অন্যান্য নির্বাচনী-সামগ্রী অবিলম্বে বিমানে করে রাজ্যসভার সচিবালয়ের রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়। সংশ্লিষ্ট বিমানের কেবিনে আধিকারিকদের তীক্ষ্ণ নজরদারিতে ব্যালট বক্স ও অন্যান্য সামগ্রী রাজ্যসভার সচিবালয়ে ফিরিয়ে আনা হয়। 
 
 
PG/BD/NS


(Release ID: 1841069) Visitor Counter : 201