সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

রসায়নবিদ ও স্বাধীনতা সংগ্রামী হিসেবে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়কে নিয়ে দু’দিনের আন্তর্জাতিক সম্মেলনের প্রাক উৎসবের আয়োজন সংস্কৃতি মন্ত্রক ও বিজ্ঞান ভারতীর পক্ষ থেকে

Posted On: 11 JUL 2022 8:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১  জুলাই, ২০২২

 

রসায়নবিদ ও স্বাধীনতা সংগ্রামী হিসেবে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়কে নিয়ে আজ দিল্লি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে দু’দিনের আন্তর্জাতিক সম্মেলনের প্রাক উৎসবের আয়োজন করে সংস্কৃতি মন্ত্রক ও বিজ্ঞান ভারতী।

অনুষ্ঠানের সূচনা করেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির ডিন অধ্যাপক বলরাম পানি। এই উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক অশোক প্রসাদ রসায়ন ক্ষেত্রে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের অবদানের কথা উল্লেখ করেন। আইএনএসএ প্রতিষ্ঠানের কার্যনির্বাহী অধিকর্তা ও বিজ্ঞান ভারতীর সভাপতি ডঃ অরবিন্দ রানাডে অনুষ্ঠানে উপস্থিত সকলকে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সামাজিক অবদান সম্পর্কে অবগত করেন।

আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬১-তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আগামী ২-৩ আগস্ট আন্তর্জাতিক এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ এবছর শতবার্ষিকী উদযাপন করছে। একইভাবে, বিজ্ঞান ভারতী সংস্থাও নতুন দিল্লির ইন্দ্রপ্রস্থ বিজ্ঞান ভারতী এবং সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করছে।

দু’দিনের এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্দেশ্য হল, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬১-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর সামাজিক অবদান ও পরম্পরাকে জনসমক্ষে তুলে ধরা। সেইসঙ্গে প্রাচীন রসায়ন বিদ্যার প্রেক্ষাপট ও তার গুরুত্ব সম্পর্কে জনমানসে সচেতনতা প্রচার। সম্মেলনের প্রচার ও প্রসারে সারা দেশজুড়ে রসায়নবিদ এবং স্বাধীনতা সংগ্রামী হিসেবে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়কে নিয়ে প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হবে।

 

PG/BD/NS


(Release ID: 1840958) Visitor Counter : 328


Read this release in: English , Urdu , Hindi , Telugu