উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দেশবাসীকে উপরাষ্ট্রপতির শুভেচ্ছা

Posted On: 09 JUL 2022 6:54PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৯ জুলাই, ২০২২

                  

উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

উপরাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা :

“আমি ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।  

চিরাচরিত উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদ-উল-আযহা । এই উৎসব ঈশ্বরের প্রতি পরম ভক্তির নিদর্শন। এই উৎসবে দরিদ্র মানুষদের প্রতি সহানুভূতি দেখানো হয় এবং একে অন্যের সঙ্গে তাঁর ভাবনাকে ভাগ করে নেন এবং অন্যের খেয়াল রাখেন।  

আমি আশা করি এই উৎসব, সমাজে একতা এবং ভ্রাতৃত্ববোধের ভাবনাকে শক্তিশালী করবে এবং একে অন্যের কাছাকাছি আসবেন।

আমি প্রার্থনা করি ঈদ-উল-আযহা’র মহান আদর্শে আমাদের জীবনে শান্তি ও সম্প্রীতি বৃদ্ধি পাক এবং দেশে সমৃদ্ধি আসুক।”

 

PG/CB/NS


(Release ID: 1840536) Visitor Counter : 135