বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ডিজিটাল মেলা এবং একগুচ্ছ কর্মসূচী সহ ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহের সূচনা

Posted On: 04 JUL 2022 9:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ জুলাই, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৪ জুলাই গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল, বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব, বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশেখর সহ বিশিষ্টজনেদের উপস্থিতিতে ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহ উদযাপনের সূচনা করেছেন।

ডিজিটাল মেলায় বিভিন্ন ধরনের সমস্যার ডিজিটাল পদ্ধতিতে সমাধানের জন্য ২০০টি স্টল রয়েছে। প্রধানমন্ত্রী কয়েকটি স্টল ঘুরে দেখেন। ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের নানা প্রান্তের প্রায় ১,৫০০ জন সুবিধাভোগী মেলায় অংশগ্রহণ করেছেন। এঁদের মধ্যে কয়েকজনের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি এবং দক্ষতা বিকাশ ও শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী শ্রী চন্দ্রশেখর ডিজিটাল ইন্ডিয়ার বিকাশ সম্পর্কে বিস্তারিতভাবে জানান। তিনি বলেন, দেশ এখন প্রযুক্তি ব্যবহারকারী থেকে প্রযুক্তি উদ্ভাবক হয়ে উঠেছে। স্টার্ট-আপ ইন্ডিয়া, ই-গভর্ন্যান্স এবং বৈদ্যুতিন বিভিন্ন সামগ্রী উৎপাদনের মধ্য দিয়ে কিভাবে ডিজিটাল ভারতের তিনটি স্তম্ভ লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং দেশকে আরও শক্তিশালী করে তুলেছে সে সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব।

গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল বলেন, যথাযথ পরিকল্পনা, বাস্তবায়ন এবং বাস্তবায়নের পর সুবিধাভোগীদের থেকে মতামত সংগ্রহের মধ্য দিয়ে ডিজিটাল ইন্ডিয়া সরকারকে পরিবর্তিত সময়ে নতুন পথ দেখাচ্ছে। এই প্রসঙ্গে তিনি গত আড়াই দশক ধরে গুজরাট সরকারের বিভিন্ন সফল উদ্যোগ সম্পর্কে জানান।

অনুষ্ঠানে ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য এবং আগামীদিনে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করে দেশের এগিয়ে চলা সম্পর্কে একটি ভিডিও প্রদর্শিত হয়েছে। প্রধানমন্ত্রী ‘ইন্ডিয়া স্ট্যাক : ইন্ডিয়াস্ট্যাক.গ্লোবাল’, ‘মাই স্কিম : সার্ভিস ডিসকভারি প্ল্যাটফর্ম’, ‘মেরী পেহচান : ন্যাশনাল সিঙ্গল সাইন অন’, ‘ডিজিটাল ইন্ডিয়া ভাষিনী : ভাষা দান’, ‘ডিজিটাল ইন্ডিয়া জেনেসিস’-এর মতো বিভিন্ন কর্মসূচির সূচনা করেছেন এবং নতুন ভারতের ‘টেকেড’ অনুঘটক বা ‘ক্যাটালাইজিং নিউ ইন্ডিয়াজ টেকেড’ বৈদ্যুতিন গ্রন্থটির উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ‘চিপস টু স্টার্ট-আপ’ (সি-টু-এস) কর্মসূচির আওতায় প্রথম যে ৩০টি প্রতিষ্ঠানকে সাহায্য করা হবে তাদের নাম ঘোষিত হয়েছে।

ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহ উদযাপনের প্রথম দিনের সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ পর্যায়ের শিল্প বিপ্লবে ভারত বিশ্বকে পথ দেখাচ্ছে। এই প্রসঙ্গে তিনি ইউপিআই-এর কথা উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, ইউপিআই,  অর্থনৈতিক বাধা অতিক্রম করে প্রত্যেক নাগরিককে সমানভাবে ক্ষমতাশালী করে তুলছে। তিনি নতুন ভারতের অধ্যবসায়, প্রাণশক্তি এবং আশা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য ডিজিটাল মেলায় যোগদানের জন্য সকলের উদ্দেশে আহ্বান জানান।

PG/CB/DM



(Release ID: 1839352) Visitor Counter : 112


Read this release in: English , Urdu , Hindi